নিজস্ব প্রতিনিধিঃ দুই তারিখ ধরে জেলে কাঅডের চাল পাচ্ছে না খোরশেদ পাটোয়ারী নামে এক জেলে কার্ডধারী। তার বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদি দক্ষিণ ইউনিয়নের গোড়াধারি গ্রামে। বিষয়টি প্রতিনিধিকে জানাতে গিয়ে কান্না করলেন দুই কন্যার পিতা খোরশেদ।
জানাযায়, উপাদি দক্ষিণ ইউনিয়নের গোড়াধারি গ্রামটি ঐ ইউনিয়নের দুই নং ওয়ার্ড। খোরশেদ পাটোয়ারীর নামটি আসে চার নং ওয়ার্ডের লোকজনের নামের সাথে। দুই নং ওয়ার্ডের মেম্বার কাউছার তাই তার চাল দিতে পারেন না, কিন্তু চার নং ওয়ার্ডের মেম্বার হতে চাল নিতে হবে এমনটিও বুজান না৷ বরং খোরশেদ কে ধমকে নাস্তানাবুদ করেন।
এদিকে চার নং ওয়ার্ডের মেম্বার না থাকায় দায়িত্বে থাকা মোকলেস মেম্বারও খোরশেদ কে চাল দিতেছে না। বিয়ষটি নিয়ে চেয়াম্যানসহ উভয় মেম্বারের সাথে কথা বলেও সমাধান করা যায়নি।
খোরশেদ পাটোয়ারী বলেন গত দুই তারিখ ধরে আমাকে চাল দিতেছে না, চাল চাইতে গেলে আমার সাথে ধমকা ধমকি করেন মেম্বারে রা। তার সিরিয়াল নাম্বার ৩০৯।