ঘটনা সূত্রে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় দেবপুর চতন্তর গ্রামের শাহআলমের শিশু কণ্যা আয়শা (৬) মায়ের হাত থেকে ছুটে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দৌড় দেয়। এমন সময় চাঁদপুর লঞ্চ ঘাট থেকে যাত্রী নিয়ে সিএনজি স্কুটার ( চাঁদপুর থ ১১-২২৪৫) হাজীগঞ্জ অভিমুখে যাচ্ছিল। শিশুটিকে বাঁচাতে গিয়ে হাজীগঞ্জ থেকে চাঁদপুর অভিমুখে আসা স্কুটার (চাঁদপুর থ ১১- ২১৭৫)এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ি দুমড়ে মুচরে একাকার হয়ে যায়। এতে ঘটনাস্থলে হাজীগঞ্জের নাটোহরা গ্রামের মুন্সি বাড়ির খোরশেদ আলমের ছেলের এনাম মুন্সি (২০) সিএনজি স্কুটারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা জানায় নিহত এনাম মুন্সী তার বাড়ির অন্ধ চাচার চোখের চিকিৎসা করে ঢাকা থেকে বাড়ি ফিরছিল। চাঁদপুর ঘাট থেকে তারা সিএনজি যুগে হাজীগঞ্জে যা যাচ্ছিল। পথিমধ্যে দুর্ঘটনায় এনাম মুন্সির মৃত্যু হয়। যে শিশুকে বাঁচাতে গিয়ে দুটি সিএনজি স্কুটারের সংঘর্ষ হয়েছে সেই শিশু আয়শার অবস্থা আশঙ্কাজন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে শিশুটির প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করা হয়েছে।
অপর অাহতরা হলোঃ বাকিলার শিহাব (১৭),রামগঞ্জের পারভেজ(২৩),
ফরিদগঞ্জের সীমা আক্তার (২২)ও নিহত এনামের চাচা অন্ধ হেঞ্জু মুন্সি (৬৫)।
চাঁদপুর মাডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক সহকারী উপ-পরিদর্শক সুজন নন্দি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্হল থেকে নিহত এনামের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকার হাসপাতালে নিয়ে আসে। একই সাথে মুছে যাওয়া সিএনজি স্কুটার গুলোকে জব্দ করে থানা নিয়ে আসা হয়।