ঘটনাটি ঘটেছে চাঁদপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম জাফরাবাদ এলাকার হাওলাদার বাড়িতে। ঘটনাটি ঘটে শনিবার সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে দেবর আলম হাওলাদার, তার ভাই সুলতান হাওলাদার ও স্ত্রী রাবেয়া বেগম মিলে ভাবি মরিয়ম বেগমের ওপর হামলা চালায়।
হঠাৎ করে তারা বাড়ির ভিতরে প্রবেশ করে মরিয়ম বেগমকে এলোপাতাড়ি মারধর শুরু করে।
এক পর্যায়ে আলম হাতে থাকা ধারালো দা দিয়ে মরিয়মের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন।
অন্য দুই অভিযুক্ত, সুলতান ও রাবেয়া, লোহার রড দিয়ে মরিয়মের বুক ও পিঠে আঘাত করে গুরুতর জখম করে।
চিৎকার শুনে মরিয়মের স্বামী সোবহান হাওলাদার এগিয়ে আসলে তাকেও মারধর করে তারা।এসময় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
স্থানীয়রা ছুটে এসে আহত দু’জনকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় রাতে চাঁদপুর মডেল থানার এসআই বিল্লাল হোসেন অভিযান চালিয়ে প্রধান আসামী আলম হাওলাদারকে পুরান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
আহত মরিয়ম বেগম পরে থানায় গিয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তিনি অভিযোগ করেন, আলম হাওলাদার তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও জমি ও পারিবারিক বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আলমকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।