শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনস  সেক্রেটারীজ ফোরামের  এডহক কমিটির সহ সভাপতি নির্বাচিত নওগাঁয় মহিলাসহ ৪ ভুয়া পুলিশ আটক  চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ  সেনাবাহিনীর যৌথ  অভিযান। ৫টি প্রতিষ্ঠানকে ৪০,০০০/- টাকা জরিমানা। চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ  সেনাবাহিনীর যৌথ  অভিযান। ৮টি প্রতিষ্ঠানকে ৮০,০০০/- টাকা জরিমানা পরিচালকের নির্দেশে ওয়ার্ড বয় ফারুক শিশু কে কবরস্হানে রেখে আসে // ইউনাইটেড হাসপাতাল সিলগালা  চাঁদপুর শহরের মাঠসমূহ দখলমুক্ত ও খেলাধুলার উপযোগী করা দাবিতে সংবাদ সম্মেলন ২২ সেপ্টেম্বর চাঁদপুরে শুরু হচ্ছে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শ্রীশ্রী মহাপ্রভুর নীলাচল মন্দিরের পক্ষ থেকে এই প্রথম তর্পণের আয়োজন  চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে   ইয়াবা ব্যবসায় ধরা খেল ৬ জন বীরগঞ্জে এলজিইডি কর্তৃক দিনব্যাপী ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

ধামরাইয়ে নিখোঁজ মায়ের সন্ধান পেতে ছেলের আকুতি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৮৭ বার পঠিত হয়েছে
আলমাস হোসেনঃ ঢাকা জেলা প্রতিনিধি
মা তুমি কোথায়? ফিরে এসো মা, ফিরে এসো। হে আল্লাহ তুমি মায়ের সন্ধান মিলিয়ে দাও। এভাবেই আকুতি জানিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন নিখোঁজ সোনা ভানুর (৮০) সন্তান। গত ১০ মে টাঙ্গাইলের মির্জাপুর থেকে নিজ বাড়ি ধামরাইয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়ে তিনি আর ফিরে আসেননি। পরে নিকটাত্নীয়সহ বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েও মায়ের কোন খোঁজ পাচ্ছেন না ছেলে। এরপর থেকেই গ্রামে-গঞ্জে, হাটে-বাজারে মায়ের সন্ধান করছেন তিনি। মাথার ওপর অনলবর্ষী সূর্য অথবা আষাঢ়ের তুমুল বৃষ্টিও এ কাজে সন্তানের বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
মঙ্গলবার (০৪ জুলাই) দুপুরে ঢাকার ধামরাইয়ের ধানতারা বাজারে দেখা হয় হতভাগ্য সেই সন্তানের সঙ্গে। নাম আব্দুল মালেক। মধ্যবয়সী। একহারা গড়ন। চার ভাইবোনের মধ্যে তিনিই ছোট। এক ভাই মারা গেছেন, আরেকজন চাকরি করেন, বোন থাকেন শ্বশুরবাড়ি। মা থাকতেন ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ছোট বাইল্লা গ্রামে বড় ভাইয়ের কাছে। গত ৯ মে বাড়ি থেকে বের হয়ে একা তার মা সোনা ভানু চলে যান টাঙ্গাইলের মির্জাপুরে নানার বাড়ি। পরদিন ধামরাই ফিরবেন বলে তিনি রওনা দেন। কিন্তু তিনি আর বাড়ি ফিরে আসেননি।
আব্দুল মালেক জানান, সোনা ভানু কিছুটা মানসিক ভারসাম্যহীন। তবে একা চলাফেরা করতে পারতেন। ২ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও মায়ের খোঁজ না পাওয়ায় তিনি ভীষণ দুশ্চিন্তায় আছেন। মাকে খুঁজতে থানায় জিডি করাসহ আশপাশের এমন কোনো স্থান নেই যেখানে তিনি যাননি। এলাকায় একটানা মাইকিংও করেছেন। দিয়েছেন হারানো বিজ্ঞপ্তি।
কান্নাজড়িত কণ্ঠে আব্দুল মালেক বলেন, আমাদের বাবা নেই। মাই একমাত্র অভিভাবক। তাকে হারিয়ে ফেলেছি। মা কোথায় আছে, কেমন আছে, কীভাবে আছে জানি না। থানায় অভিযোগ করেছি, তারাও কিছু বলতে পারেনি। এখন মানুষের কাছে ঘুরে ঘুরে মাকে খুঁজছি। আমরা আমার মাকে আমাদের কাছে ফিরে পেতে চাই।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি পেয়েছি। পরিবার জানিয়েছে তার বয়স ৭৫-৮০ বছর। গায়ের রং শ্যামলা, নিখোঁজের সময় তিনি শাড়ি কাপড় পরিহিত ছিলেন। তার হাতে কাপড়ের গাট্টি ছিল। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীনও ছিলেন। তাকে খুঁজতে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি প্রচার করা হয়েছে। তার সন্ধান চলছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com