বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
যৌথ বাহিনী কর্তৃক মতলব দক্ষিণ উপজেলার নায়ের গাঁও বাজার এলাকা থেকে ৮৫০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি পেলেন প্রধান উপদেষ্টা কচুয়ায় পানিতে ডুবে শিক্ষক পুত্রের মৃত্যু চাঁদপুর শহরে অপহরনের পর কয়লা ঘাট থেকে রাব্বিকে উদ্ধার // ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু  চাঁদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন চাঁদপুরে আওয়ামী লীগ নেতা মঞ্জু মাঝি আটক ঈদের আগেই নতুন হলে উঠছে শিক্ষার্থীরা চাঁবিপ্রবি’র আবাসিক হল ভাড়ার অনুমোদন দিয়েছে ইউজিসি চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ১টি প্রতিষ্ঠানকে ১০,০০০/- টাকা জরিমানা। নিরাপদ খাদ্যের পরামর্শ বা জিজ্ঞাসার জন্যে টোল ফ্রী ১৬১৫৫ হটলাইন চালু চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।  ১টি প্রতিষ্ঠানকে ১০,০০০/- টাকা জরিমানা।

নওগাঁর বদলগাছীতে প্রতিবেশীর রাস্তা বন্ধ করে বেড়া দেওয়ার অভিযোগ

  • আপডেটের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি:

বদলগাছীতে এক হাজীর বিরুদ্ধে প্রতিবেশীর চলাচলের রাস্তার বন্ধ জোড় পূর্বক বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত হাজী উপজেলার বৈকুন্ঠপুর গ্রামের মৃত মজিদ উদ্দীন মন্ডলের ছেলে মহসিন আলী ও তার ভাতিজা মৃত মোশারফ হোসেনের ছেলে আল রাজী।

এ বিষয়ে ভুক্তভোগী প্রতিবেশী মৃত ছামসুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম আইগত প্রতিকার চেয়ে রবিবার রাতে বদলগাছী থানাতে একটি লিখিত অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী আলহাজ্ব মোঃ মহসিন আলী (৬০) ও আল রাজি (৩৮) উভয়ে তার প্রতিবেশী।  তারা বিত্তশালী হওয়ায় প্রতিবেশীকে কোন তোয়াক্কা না করে চলাচলের জন্য কোন রাস্তা না রেখে জোর পূর্বক বাড়ি নির্মান শুরু করেন।  ভূক্তভূগী চলাচলের প্রয়োজনীয় রাস্তা রেখে বাড়ি নির্মানের কথা বললে বিবাদী হাজী মহসিন আলী ক্ষিপ্ত হয়ে জানায় যে  কোন রাস্তা দিবে না।  এরপর স্থানীয় সাইফুল ইসলাম নামে এক ছেলেকে ভাড়া করে এনে ভুক্তভোগীর উপর মারমুখী হয়ে বিভিন্ন হুমকি- ধামকী সহ প্রান নাশের ভয়ভীতি প্রদান করে।

পরে ভূক্তভূগী প্রানের ভয়ে সেখান হতে চলে এলে তারা সিমানার উপর টিন দিয়ে বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয।

এতে ভুক্তভোগী নিরুপায় হয়ে প্রতিকার চেয়ে রাতেই বদলগাছী থানাতে একটি লিখিত অভিযোগ করেন।

ভূক্তভোগী আশরাফুল ইসলাম বলেন, কিছুদিন আগে হাজী মহসিন এই বাড়ি  করার সময় এক নির্মান শ্রমীককে মারধর করেন। উত্তর পাশে যে ঘর করেছে সেখানে মাত্র এক ফিট জায়গা ছেড়েছে আর ছাদের কার্ণিশ বাড়তি করেছে ডের ফিট। ঘর করার সময় আমার একটি আমের গাছ ভেড়ে নষ্ট করেছে। এখন আবার রাস্তা না রেখে জোর করে ঘর করার চেস্টা করছে। ভাড়াটে লোক এনে জোর পূর্বক কাজ করাচ্ছে। আমি নিরুপায় হয়ে থানায় অভিযোগ করেছি।  আশা করি পুলিশ অন্যায়ের প্রতিকার করবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক স্থানীয় ব্যাক্তি জানান, হাজী মহসিনের কাজই হল অন্যের উপর জুলুম করা। তাদের বাড়ির চারিপাশে দেখবেন জমি – পুকুর বেড়া দিয়ে ঘিরে রেখেছে। যেন তারা ছাড়া কেউ চলাচল করতে না পারে। তাদের হিসাব বিশ আনা বুঝে নিবেন। অন্যের কি সমস্যা হলো সেটা দেখার সময় নাই। তারা প্রভাবশালী হওয়ায় আমরা ভয়ে কিছু বলতে পারিনা।  তিনি শুধু হাজী নয়, শয়তান হাজী।

বদলগাছী থানার পুলিশ পরির্দশক( তদন্ত),

মো: সাইফুল ইসলাম বলেন, কারও চলাচলের রাস্তায় কেউ বেড়া দিতে পারেনা। এবং বাড়ি করলেও চলাচলের রাস্তা বাদ রেখে প্রাচীর তুলতে হবে। আমরা ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি।  প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com