বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডাস্টবিন বিতরণ বীরগঞ্জে ক্ষুদে বৈজ্ঞানিক কে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা, স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। ফেসবুক স্ট্যাটাসের পর জেরিনের আত্মহত্যা //  স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক  বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন. বিদেশি কর্মকর্তাদের আচরণে ক্ষুব্ধ শ্রমিকরা, গিল্ডেন গ্রুপে উত্তেজনা চরমে চাঁদপুর জেলা প্রশাসকের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ পরিদর্শন,,, নারী ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে,,,,,,,,, ,,,,,,,, জেলা প্রশাসক মুহাম্মদ মহসীন উদ্দিন,, বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দেবরের দা’য়ের আঘাতে ভাবি গুরুতর আহত! পুলিশের হাতে আলম গ্রেপ্তার  চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে,,,,, ওয়ার্ড ছাড়িয়ে বারান্দা চলছে চিকিৎসাসেবা প্রেমের বিয়ে, মায়ের মামলায় নয় মাসের অন্তঃসত্তা তানহা ও তার স্বামী আটক 

নওগাঁ সদরে অযোগ্যদের নিয়ে খাদ্যবান্ধব ডিলারশীপ নিয়োগের প্রতিবাদ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলায় খাদ্যবান্ধব ডিলারশীপ নিয়োগে অযোগ্যদের নিয়ে লটারী করার প্রতিবাদে ভুক্তভোগীদের পক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে।

Oplus_16908288

মঙ্গলবার দুপুরে নওগাঁ শহরের পার্ক ভিউ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- তিলকপুর ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলারশীপ নিয়োগে আবেদনকারীদের একজন লিটন হোসেন রুবেল।

লিখিত বক্তব্যে লিটন হোসেন  বলেন- খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশীপ নিয়োগে গত বছরের ৩১ অক্টোবর আবেদন করার শেষ সময় ছিল। আমরা নওগাঁ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যারা ডিলারশীপ নিতে ইচ্ছুক তারা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিয়েছিলাম। আবেদন যাচাই-বাছাইয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি মো: ইবনুল আবেদীন ও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: গোলাম মাওলা মিলে প্রতিটি ইউনিয়নে নিয়মানুসারে তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি প্রতিটি ইউনিয়নে তদন্ত করে এবং যোগ্য ও অযোগ্যদের যাচাই-বাচাই করে তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী মো: ইবনুল আবেদীন এর কাছে জমা দেয়া হয়। তদন্ত অনুসারে যাদের সকল কাগজপত্র ও শর্তানুযায়ী দোকানঘর আছে তাদেরকে নির্বাচিত করা হয়। সেই তদন্তনুসারে ইউনিয়ন পর্যায় থেকে একাধিক ব্যক্তি একক ভাবে যোগ্য হয়েছেন।

আমরা জানিতে পারি সদর ইউএনও ও খাদ্য নিয়ন্ত্রক মিলে অসৎ উপায় অবলম্বন করে যারা অযোগ্য বলে বিবেচিত হয়েছিল সময় শেষ হওয়ার পরও উৎকোচের বিনিময়ে তাদের থেকে কাগজপত্র ও ভুয়া দোকান ঘরের চুক্তিপত্র (ডিট) নিয়ে যোগ্যদের বাতিল করে। গত ৭ আগস্ট অযোগ্যদের  নিয়ে লটারিতে অংশগ্রহণ করে তাদের বিজয়ী করা হয়।

সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়- লটারিতে যাদেরকে বিজয়ী করা হয় তাদের নামও আমরা আগে থেকেই জেনেছি এবং ইউএনও’কে অবগত করা হয়। লোক দেখানো লটারীর সময়ও আমরা সরাসরি প্রতিবাদ করেছিলাম। প্রথম তদন্তে একক ভাবে যোগ্য হওয়ার পর কেন আমাদের নাম বাদ দেওয়া হয়েছে এবং লটারীতে কেন অংশগ্রহন করতে দেওয়া হলো না এর কোন সঠিক উত্তর তারা দেননি। আমাদের প্রতিবাদকে উপেক্ষা করে ইউএনও এবং খাদ্য নিয়ন্ত্রক এক প্রকার জোর করে একক ভাবে লটারী করেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সেইসাথে নওগাঁ সদরের সকল ইউনিয়নে ডিলারশীপ নিয়োগ স্থগিত করে পূণরায় সঠিক তদন্ত করে ডিলারশীপ নিয়োগের দাবী জানাই।

সংবাদ সম্মেলনে তিলোকপুর ইউনিয়নের ময়েন উদ্দিন, বোয়ালিয়া ইউনিয়নের হাসানুজ্জামান সবুজ ও মজিবর রহমান উপস্থিত ছিলেন।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি মো: ইবনুল আবেদীন বলেন- আবেদনের প্রেক্ষীতে তদন্ত কমিটির মাধ্যমে সকল কাগজপত্র যাচাই-বাচাই করা হয়েছে। সঠিক আবেদনকারীদের নিয়ে লটারী করা হয়েছে এবং বিজয়ী করা হয়েছে। যদি কোন অস্বচ্ছতা থাকে তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com