মানিক দাস // চাঁদপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়নের ১২৬ কোটি ৭৯ লাখ ১৬ হাজার ৮২১টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

সোমবার (১৪জুলাই) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের অডিটোরিয়ামে বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক (উপসচিব) মো. গোলাম জাকারিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বক্তব্যে বলেন, বাজেটটা বাসায় গিযে পড়া উচিত। পারস্পরিক শ্রদ্ধার মধ্যে থেকে সমালোচনা করা উচিত। নাগরিক সেবা বৃদ্ধির জন্যে আয় বাড়ানোর বিকল্প নেই। রাজনীতিবিদরা ট্যাক্স বাড়াতে দিবে না। কারণ তারা মানুষের কাছে ভোট চাইতে যায়। সবকিছুরই দাম বেড়েছে যার দরুন পানির ট্যাক্স বেড়েছে। হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়নি। কিছু কিছু অপ্রিয় কাজ হাতে নিতে আমিই আসলে বলেছি। কারণ এই সময় এসব কাজ হাতে না নিলে আর এগুলো নিয়ে কাজ করা হবে না। সাধারণ জনগণের উপর খুব বেশি যে ট্যাক্স বসিয়েছে এমনি আসলে নয়।
তিনি আরো বলেন, হোল্ডিং ট্যাক্স আপনাদের দেয়া উচিত। বেশির ভাগ হোল্ডিং ট্যাক্স সরকারি দপ্তরগুলো দিচ্ছে। বড় বড় ট্যাক্স সাধারণ জনগণের উপর বসানো হয় নাই। পৌরসভা দিয়ে আপনাদের ভাবা উচিত। পৌরসভার সেবা নিতে হলে পৌরবাসীর ট্যাক্স দিতে হবে।আপনাদের সমালোচনাগুলো আসলে শুনেছিলাম। পৌরসভার জনগণের উপর যেধরণের হোল্ডিং ট্যাক্স বসানোর কথা ছিলো আসলে পৌর প্রশাসক তা বসান নাই। বাজেটের প্রায় প্রতিটা খাতেই ঘাটতি রয়েছে। জেলা শহরের অনেকগুলো কাজ আছে যা পৌরসভার করার কথা ছিলো। কিন্তু আমরা তা অন্য দপ্তর দিয়ে করিয়ে নিচ্ছি। কারণ পৌরসভার তেমন কোন ইনকাম নাই।
তিনি আরো বলেন, পৌরসভা নাগরিক সেবার কাজ করবে। পৌরসভা প্রান্তিক জনগণের জন্যে কাজ করতে হলে এই খাতে আরো বাজেট বাড়ানোর দরকার ছিলো। পৌরসভার রাস্তা প্রশস্তকরনের কাজ বেশি করা উচিত। এই শহরের রাস্তা বড় করা ছাড়া কোন গতি নেই। পৌরবাসীর বাসা থেকে বর্জ্য পদার্থ সংগ্রহের কাজে বাজেট আরো বাড়ানো উচিত।পৌরসভার ব্যয় কমাতে হবে। জনবল সংস্থাপন খাতে ব্যয় কমানো উচিত। বাজেটটা সুন্দর এবং ভালো হয়েছে। বাজেট সংশোধন করতে অনলাইনে বাজেট দিয়ে দেন। যেখানে পাবলিকের মতামত থাকবে। সেই পাবলিকের মতামতের ভিত্তিতে বাজেট সংশোধন করতে পারবেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব পিপিএম , সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন। স্বাগত বক্তব্য দেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভুঁইয়া।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাডঃ মো. শাহজাহান মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা সহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা।
এসময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪৬ কোটি ৫৬ লাখ ৮২ হাজার ৪২৫ টাকা।
শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ জাকির হোসেন এবং গীতা পাঠ ও সঞ্চালনা করেন চন্দনাথ ঘোষ চন্দ। অনুষ্ঠানে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন পৌর প্রশাসকসহ কর্মকর্তারা।