মানিক দাস // নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় তাকে হেনস্তা করা হয়। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টায় বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা এই হামলা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং হামলাকারীদের একজনকে গ্রেপ্তার করে।
আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা।চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে এনসিপি ও গণধিকার পরিষদের নেতারা একত্রিত হয়ে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইতুল আমিন মোড় এলাকায় এসে অবস্থান নেয়। পরের সংক্ষিপ্ত বক্তব্য শেষে তাদের বিক্ষোভ মিছিল সমাপ্তি ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাঁদপুর মডেল থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থা শহরে তৎপর ছিল।