মানিক দাস // পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে দক্ষিণাঞ্চলগামী ও চাঁদপুর জেলার সকল উপজেলার মানুষ এখন নারীর টানে ছুটছে। এতে করে বুঝা যায় ঘরমুখো মানুষের ভিড় চাঁদপুর লঞ্চ ঘাটে বাড়তে শুরু করেছে । যাত্রীরা বলছেন, ভিড় হলেও নির্বিঘ্নে গন্তব্যে যাত্রা করতে পেরে খুশি।ঢাকা থেকে যে সব লঞ্চ চাঁদপুর অভিমুখে আসছে সব কটি লঞ্চে যাত্রীর উপচে পরা ভিড়।
শুক্রবার চাঁদপুর লঞ্চঘাটে সরেজমিনে দেখা গেছে,ঘরমুখো যাত্রীর চাপ ক্রমেই বাড়তে শুরু করেছে। সরকারি অফিস ও কলকারখানা ছুটি হওয়ায় যাত্রীরা ছুটছেন নিজ গন্তব্যে। তারা পরিবারের সদস্য ও স্ত্রী-সন্তানকে নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চ গুলোতে উঠছেন। তবে ভিড় এড়িয়ে যাত্রীরা গন্তব্যে যাত্রা করতে পেরে বেশ খুশি। ইতোমধ্যে চাঁদপুর নদী বন্দর ঘাঘ হয়ে যে সব রুটের লঞ্চ চলাচল করে সকল লঞ্চের কেবিনগুলো অগ্রিম বুক হয়ে গেছে। নতুন করে কোনো কেবিন টিকিট পাওয়া যাচ্ছে না।
বরিশালগামী যাত্রী রহমত মিয়া বলেন,চট্টগ্রাম থেকে আমরা সাগরিকা ট্রেন যোগে চাঁদপুর আশি। গার্মেন্স বন্ধ হওয়ায় স্ত্রী সন্তানদের নিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়ি রওনা করেছি। এখানে এসে উল্টো চিত্র দেখে ভালো লাগছে।যে ভাবে নিরাপত্তা দেয়া হয়েছে তা দেখে ভাল লাগছে। আশা করি, কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই বাড়ি পৌঁছতে পারবে।

এদিকে ঈদে যাত্রী পরিবহণ নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এগুলোর মধ্যে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন,পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও স্কাউট সদস্যরা নিরলস ভাবে দায়িত্ব পালন করছে। চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাটে নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ আলাদা কন্ট্রোল রুম স্থাপন করেছে। যাত্রীদের নিরাপদে লঞ্চে আরোহনের ফায়ার সার্ভিস নৌ পুলিশ ও স্কাউট সদস্যরা সার্বক্ষণিক মাইকিং করে নির্দিষ্ট লঞ্চের তথ্য দিয়ে ও যাত্রীদের লঞ্চ থেকে উঠা নামা করতে সহায়তা করে যাচ্ছে।তাছাড়া চাঁদপুরে কর্তব্যরত লঞ্চ মালিক পক্ষের প্রতিনিধিরা ও যথেষ্ট সহায়তা করে যাচ্ছে। চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান সার্বক্ষণিক তদারকি করে যাচ্ছেন।