মানিক দাস // চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর বেপারীবাজার এলাকা ঘটেছে এক বেদনাদায়ক ঘটনা।
ভালোবাসা, বিশ্বাস, আর পরিবারের বন্ধন যেন এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেছে।
সুমাইয়া আক্তার দুই জমজ সন্তানের মা। স্বামী আর সন্তানদের সঙ্গে চলছিল সাধারণ একটি সংসার। কিন্তু হঠাৎ সব পাল্টে যায়। পরকীয়ার টানে ঘর ছেড়ে চলে যায় সুমাইয়া । পিছনে ফেলে যায় তার দুই ছোট্ট সন্তান আর অসহায় স্বামীকে।
স্বামী তখন একাই সেই সন্তানদের বড় করতে শুরু করেন। এগারো মাস ধরে দুই শিশুর খাবার, যত্ন, ভালোবাসা সব দিয়েই মানুষ করছিলেন তিনি। কিন্তু হঠাৎ ছয় মাস অন্য একজনের সঙ্গে সংসার করার পর, সুমাইয়া ফিরে আসে। এবার তার একটাই দাবি দুই সন্তান তাকে ফিরিয়ে দিতে হবে।
বাবা এতদিন যার বুকের ধনকে আগলে রেখেছেন, আদালতের আদেশে তাকে ছেড়ে দিতে হলো।
আদালত নির্দেশ দেন সাত বছরের জন্য দুই সন্তান থাকবে মায়ের কাছে।
এই সিদ্ধান্ত যেন বজ্রাঘাতের মতো আঘাত হানে বাবার উপর।
গতকাল ৭ অক্টোবর চাঁদপুর আদালতের ভেতরে যা ঘটল, তা উপস্থিত সবার চোখে জল এনে দিয়েছে । সুমাইয়া যখন জোর করে সন্তানের হাত ধরে টেনে নিচ্ছিল, বাবা প্রাণপণে বাধা দিচ্ছিলেন।হঠাৎ তিনি ভেঙে পড়েন। কান্না থামাতে না পেরে নিজের জামা ছিঁড়ে ফেলেন। চিৎকার করে বলেন “সন্তান ছাড়া তিনি বাঁচবেন না। আদালতের ভেতরে ছড়িয়ে পড়ে এক আবেগ ঘন পরিবেশ ।এ যেন ভালোবাসার পরিণতির এক নির্মম দৃশ্য।
একদিকে রক্তের টান, অন্যদিকে আদালতের রায়।