বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন

পলাতক যুদ্ধাপরাধী ফজলুর রহমান গ্রেপ্তার

  • আপডেটের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১২৬ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক
মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ফজলুর রহমান বিশ্বাসকে (৭২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
সোমবার সকালে যশোরের কোতয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৩ এর একটি দল।

র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, ফজলুর রহমান বিশ্বাসের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন ও অপহরণের মতো বিভিন্ন যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। ২০২১ সালে তার বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা রয়েছে।
ফারজানা হক আরও বলেন, মামলাটির তদন্ত চলাকালে ট্রাইব্যুনাল ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি নিজ এলাকা ছেড়ে যশোরের কোতয়ালী থানা এলাকায় আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com