মানিক দাস // চাঁদপুর শহরের ঢালীর ঘাটে পরিবাবের অজান্তে পুকুরের পানিতে ডুবে এক অবুঝ শিশুর করুণ মৃত্যু হয়েছে। ২৩ মার্চ বুধবার দুপুর ১২ টায় শিশু মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
জানাযায়, ঢালীর ঘাট এলাকার বেপারী বাড়ির সোবাহান বেপারীর ৫ মেয়ের পর ১ মাত্র শিশু পুত্র ওমর (২) প্রায় সময় পাশের বাড়িতে বোনের কাছে চলে যেত।
ঘটনার দিন ওমর একা একা বোনের বাড়িতে যায়। যাবার পথে সে পরিবাবের লোকজনের অজান্তে পুকুরের পানিতে ডুবে যায়। বাবা মা ভেবেছিল শিশু ওসমমর তার বোনের কাছে গিয়েছে।অনেক খুজাখুজির পর দুপুর ১২টায় পুকুরের পানিতে ভেস উঠতে দেখা পেয়ে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দির্ঘ্য সময় চেস্টার পর মৃত ঘোষণা করে।