শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনস  সেক্রেটারীজ ফোরামের  এডহক কমিটির সহ সভাপতি নির্বাচিত নওগাঁয় মহিলাসহ ৪ ভুয়া পুলিশ আটক  চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ  সেনাবাহিনীর যৌথ  অভিযান। ৫টি প্রতিষ্ঠানকে ৪০,০০০/- টাকা জরিমানা। চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ  সেনাবাহিনীর যৌথ  অভিযান। ৮টি প্রতিষ্ঠানকে ৮০,০০০/- টাকা জরিমানা পরিচালকের নির্দেশে ওয়ার্ড বয় ফারুক শিশু কে কবরস্হানে রেখে আসে // ইউনাইটেড হাসপাতাল সিলগালা  চাঁদপুর শহরের মাঠসমূহ দখলমুক্ত ও খেলাধুলার উপযোগী করা দাবিতে সংবাদ সম্মেলন ২২ সেপ্টেম্বর চাঁদপুরে শুরু হচ্ছে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শ্রীশ্রী মহাপ্রভুর নীলাচল মন্দিরের পক্ষ থেকে এই প্রথম তর্পণের আয়োজন  চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে   ইয়াবা ব্যবসায় ধরা খেল ৬ জন বীরগঞ্জে এলজিইডি কর্তৃক দিনব্যাপী ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

পাহাড় সমান মুরগীর বিস্টার স্তুপ, সড়কে দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৫৪ বার পঠিত হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ পোল্ট্রি ফার্মের ব্রয়লার মুরগির বিষ্ঠার (মল) দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে অসুস্থ হয়ে পড়ছে ঠাকুরগাঁও সদর উপজেলার ফকদনপুর গ্রামের মানুষ।

যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বিষ্ঠার কারণে বেড়েছে মশা-মাছির উপদ্রব। পরিবেশ দূষণ হওয়ায় বিশেষ করে শিশুরা পাতলা পায়খানা, বমি ও মাথা ব্যথাসহ নানান রোগে ভুগছে।
মঙ্গলবার সকালে উপজেলার রহিমানপুর ইউনিয়নের ওই দুই গ্রামের বাসিন্দা জানায়, রোড় ভাউলাটমোড় থেকে ভাউলার হাট হয়ে রানীশংকৈল ও হরিপুর উপজেলার প্রায় ২ থেকে ৩ হাজার মানুষের প্রতিদিনের চলাচলের রাস্তা এটি।

ফকদনপুর গ্রামের মেইন সড়কে পাশ্বেই প্রতিদিন এই সামু এগ্রো ফার্মস এর বিষাক্ত বিষ্ঠা খোলা ভাবে বহন করে খোলা জায়গায় ফেলা হচ্ছে এতে বৃষ্টি আর গরমে দুর্গন্ধে ওই রাস্তা দিয়ে পথচারী স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছে।

সামু এগ্রো ফার্মস এর মুরগি খামারে প্রায় ৭ থেকে ৮ মাস যাবৎ ডিম উৎপাদন হচ্ছে। এ ফার্ম থেকে প্রতিদিন বিপুল পরিমাণ বিষ্ঠা বের হয়। এসব বিষ্ঠা ফার্মের নির্দিষ্ট স্থানে রাখার ব্যবস্থা না থাকায় দিনে দুপুরে খোলা জায়গায় যত্রতত্র ফেলে রাখছে তারা। এসব বিষ্ঠা উন্মুক্ত স্থানে ফেলে রাখার ফলে প্রায় দুই কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ছে এর দুর্গন্ধ। বিষ্ঠার গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। বিষ্ঠার গন্ধে ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন অনেক নারী-পুরুষ-শিশু সহ বয়স্করাও।

পথচারী কামাল হোসেন জানান আমরা এ পথদিয়ে প্রতিদিন ৮/১০ বার যাতায়াত করতে হচ্ছে খোলা জায়গায় বিষ্ঠা ফেলানোর কারণে এলাকায় গন্ধ ছড়াচ্ছে। আমাদের এলাকার এই রাস্তাটিই শহরে একমাত্র যাতায়াতের পথ। বাচ্চাদের স্কুলে এ পথদিয়ে নিয়ে যেতে বেশ বেগ পেতে হচ্ছে। বাসা বাড়ি গুলোয় মশা মাছির উৎপাত বেড়ে গেছে। প্রতিটি বাড়িতে মশার কয়েল না জালালে সে রাতে ঘুমাতে হয়না কারও।

নাম প্রকাশে অনিচ্ছুক ফকদনপুর গ্রামের বাসিন্দা বলেন, বিষ্ঠার গন্ধে এলাকার বাতাস দূষিত হয়ে পড়েছে। শ্বাস-প্রশ্বাসে কষ্ট হয়। খেতে বসলে দুর্গন্ধে খাবার গলা দিয়ে নামে না। বেড়েছে মশা-মাছির উৎপাত। মাছি বিস্তার ঘটাচ্ছে জীবাণুর। জীবাণু ও দূষিত বাতাসে অনেক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ছে।

মুরগীর বিষ্ঠার গন্ধে টিকে থাকা মুশকিল হয়ে পড়ে। এতে বিশেষ করে শিশু ও বয়স্করা বমি করতে করতে অসুস্থ হয়ে পড়ে।

সামু এগ্রো ফার্মস এর সত্তাধিকারী মোঃ শামসুজ্জোহা সামু বলেন, আসলে বিষ্ঠাটাতো সব সময় এখানে এভাবে থাকবেনা। এর আগে বিষ্টা বিভিন্ন জন জমি বাড়িতে নিয়ে যেত এখন উপস্থিত ভাবে জমিতে ফসল থাকার কারনে নেওয়া হচ্ছে না। যেখানে তিনি বিষ্টা ফেলতেছেন তা লোকালয় থেকে অনেক দুরের কথা বলেছেন। তবে আসলে সেটা মেইন রাস্তায় পাশের্^ই ফেলা হচ্ছে। খোলা বিষ্টা গন্ধ সাময়িক ভাবে থাকে পরে চলে যাবে বলে তিনি এও জানান। এখন এমন একটা সময় যা আমরা অন্য কোথাও ফেলবো সব জায়গায়তেই ফসল আছে। তাছাড়া আমরা ফার্মে সব সময় থাকি আমাদের কাছে গন্ধ মনে হয় না। সাধারন মানুষের কাছে একটু বেশিই গন্ধ মনে হবে। সেখানে জীবানু হলে আমাদের ফার্মের জনওতো সমস্যা হবে। আমরা অন্যকোন ব্যবস্থা নেবার চিন্তা করছি।

রহিমানপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু হাসান মোঃ আব্দুল হান্নান (হান্নূ) বলেন, বিষয়টি আমি পূর্বেও তাদের অবহিত করেছি। আমাকে তারা সেখানে আর তারা বিষ্টা ফেলবেন না। বিষয়টি আমি খবর নিয়ে দেখবো সে এটা করে থাকলে তাকে অবশ্যই জন মানুষের সমস্যা না হয় এমন নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান আমাদের প্রতিনিধিকে জানান, রাস্তার পার্শ্বে খোলা অবস্থায় যেখানে সেখানে মুরগির বিষ্ঠা ফেলা যাবে না। বিষয়টি সরজমিনে গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। জন মানুষের সমস্যা কবরে এটা মেনে নেওয়া যায় না। বিষয়টি আমি জরুরীভাবে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com