বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন

পীরগঞ্জে শিশু ধর্ষণ ও চেক ডিজ মামলার সাজা প্রাপ্ত ২ আসামী গ্রেপ্তার।

  • আপডেটের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৮৯ বার পঠিত হয়েছে

মোঃ আবুল হাসান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিশু ধর্ষন মামলার আসামী মোস্তান আলী ও চেক ডিজ অনার মামলায় সাজা প্রাপ্ত আসামী নিরোদ চন্দ্র রায়কে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে পীরগঞ্জ থানায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ধর্ষন মামলার প্রধান আসামী গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল আলম।

তিনি সাংবাদিকদের বলেন, উপজেলার ভেবড়া গ্রামের মৃত পিঠা মোহাম্মদ এর ছেলে মোস্তান আলী (৫০) গত ২৪ এপ্রিল ১২ বছর বয়সী এক শিশু কন্যাকে চানাচুর ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে উত্তর নোহালী গ্রামের জনৈক শামস রায়হান রানার আম বাগানে নিয়ে গিয়ে ধর্ষন করে। এ ঘটনায় ঐ শিশুর পিতা থানায় মামলা দায়ের করেন। তখন থেকে মোস্তান পলাতক ছিল।

সোমবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় থানার এসআই সাধন চন্দ্র পৌর শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। এদিকে চেক ডিজ অনার মামলায় ৬ মাস সাজা প্রাপ্ত আসামী থুমুিনয়া গ্রামের মৃত জগিন্দ্র নাথ রায়ের ছেলে নিরোদকে একই দিনে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে  জেল হাজতে পাঠানো হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, শিশু ধর্ষন মামলার আসামী মোস্তানকে গ্রেপ্তার করার জন্য পুলিশ ঘটনার পর থেকেই চেষ্টা চালিয়ে আসছিল। পুলিশ সুপারের নির্দেশনায় অবশেষে তারা সফল হয়েছেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com