মানিক দাস // চাঁদপুর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত মাস ব্যাপী পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক চাঁদপুরের আয়োজনে পুনাক শিল্প পণ্য মেলার ১১তম দিবসে মনোঙ্গ নৃত্যানুষ্ঠান পরিবেশন করেছে চাঁদপুরের নৃত্য সংগঠন প্রতিভা সাংস্কৃতিক সংগঠন। মেলার ১১ তম দিন ২ জুলাই শনিবার পুনাক শিল্প পণ্য মেলার মঞ্চে বিকাল থেকে চাঁদপুরের উদিয়মান নৃত্য প্রশিক্ষক ফারাবি রহমান জুয়েলের পরিচালনায় এ নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।
জনপ্রিয় আধুনিক বাংলা গানের সাথে নৃত্য পরিবেশন করে উজ্জল, শাওন, হৃদয়, রবিউল, খুসি, ইয়াসমিন, সোহানা, আরিফ, জুয়েল প্রমুখ। নৃত্যাুষ্ঠান পরিচালনা করেন আছিয়া আক্তার মিথিলা।
পুনাক শিল্প পণ্য মেলার আয়োজক তপু আদিব জানান, চাঁদপুরে পুনাক শিল্প পণ্য মেলা সাধারন জনগন তাদের মনে স্হান করে নিয়েছে। যার কারণে প্রতিদিন মেলা মাঠে দর্শক সমাগম দিন দিন বেরেই চলছে। আগামী ২০ জুলাই পর্যন্ত চাঁদপুর আউটার স্টেডিয়ামে পুনাক শিল্প পণ্য মেলা চলবে। অর্থাৎ এক মাস ব্যাপী এ মেলায় দিন দিন আরো দর্শক সমাগম বাড়বে বলে তিনি আসাবাদি।পুনাক শিল্প পণ্য মেলার আরো সুন্দর্য্য বৃদ্ধি করা হবে মেলার আয়োজকরা এখনো কাজ করছেন। সে জন্য মেলা মঞ্চে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সপ্তাহের ৫ দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আর ২ দিন নৃত্যানুষ্ঠ বিকালে মেলা মঞ্চে করা হচ্ছে।