মানিক দাস // ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথিকে স্মরণীয় করে রাখার জন্য জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে চাঁদপুর শহরের পুরান বাজার জগন্নাথ মন্দিরে মঙ্গলবার সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান হয়েছে । এ স্নান যাত্রানুষ্ঠানে জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারন সম্পাদক সহদেব দেবনাথ, প্রধান উপদেষ্টা বিমল চৌধুরী, সহ সভাপতি অনন্ত চক্রবর্তী, যুগ্ম সম্পাদক মহাদেব দত্ত, কার্তিক সরকার, সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ বণিক, সদস্য টুটন বণিক, খোকন সাহা, খগেন্দ্র দাস,সুভাষ দাস,জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, সবেক সমাজ কল্যান সম্পাদক লিটন সাহাসহ নারী পুরুষ ভক্তগন উপস্হিত থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে স্নান করিয়ে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি ও স্নন যাত্রা সম্পন্ন করে। পুরান বাজার জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধিকারি মন্ত্র পাঠ করে স্নান যাত্রা উৎসব সম্পন্ন করেন।