স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান চাঁদপুর হাইমচর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
তিনি পূজার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে ১২ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ রাতে
শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর মন্দির (পুরান বাজার), হরিসভা, শ্রী শ্রী গৌর নিতাই মহাপ্রভুর মন্দির, মজুমদার বাড়ি সার্বজনীন (হাইমচর উপজেলা) দূর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মণ্ডপের সভাপতি ও সেক্রেটারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন এবং এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ পিপিএম এবং নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ।
পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, “দুর্গাপূজার মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। পূজার প্রতিটি আনুষ্ঠানিকতা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি আরও আশ্বাস দেন যে, পূজার সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পুলিশ তাদের দায়িত্ব পালন করছে।