বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ফাইনালে খেলবে চাঁদপুর গনি মডেল মডেল উচ্চ বিদ্যালয় 

  • আপডেটের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২২১ বার পঠিত হয়েছে
মকানিক দাস // নারায়ণগঞ্জে চলছে জাতীয় পর্যায়ের প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট । এ টুর্নামেন্টের ফাইনালে প্রথমবারের মতো চাঁদপুরের গণি মডেল উচ্চ বিদ্যালয় খেলার সুযোগ পেলো।
 ১৭ জুন  শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে নারায়ণগঞ্জ ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সেমিফাইনালে ঢাকা আগা নগর উচ্চ বিদ্যালয় ও চাঁদপুর গনি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঝে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  গণি মডেল উচ্চ বিদ্যালয় ঢাকা আগা নগর উচ্চ বিদ্যালয়কে ৮ উইকেটে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।
 টসে জিতে ঢাকা আগা নগর উচ্চ বিদ্যালয় প্রথমে ব্যাট করে। তারা ৮৮ রানে সবকটি উইকেট হারায়। জবাবে চাঁদপুর গনি মডেল উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২৯ ওভারে জয়ের লক্ষ্যে ৯০ রান সংগ্রহ করে।
চাঁদপুর গনি মডেল উচ্চ বিদ্যালয়ের খলোয়ার সালমান ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা মেচ সেরা হন। এছাড়া আয়মন ৪২ রান ও নোমান ৩৬ রান সংগ্রহ করে।
জাতীয় পর্যায়ে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে চাঁদপুর গনি মডেল উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম বিভাগের ফাইনালে চট্টগ্রাম বন্দর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাথে হেরে রানারআপ হয়। বিভাগীয় পর্যায়ের স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল চাঁদপুর স্টেডিয়ামে।
গনি মডেল উচ্চ বিদ্যালয়  চট্টগ্রাম বিভাগের রানারআপ হয়েও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায়। গণি মডেল উচ্চ বিদ্যালয় গত  ১৩ ই জুন ঢাকা মিরপুর সিটি ক্লাব মাঠে হবিগঞ্জ রিচি হাইস্কুলকে ১০৩ রানে হারিয়ে জাতীয় পর্যায়ের দ্বিতীয় রাউন্ডের খেলার সুযোগ পায়। ১৫ ই জুন নারায়ণগঞ্জ ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে ৬ রানে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। গতকাল ঢাকা আগা নগর উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।
আগামী ১৯ জুন চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয় ফাইনাল খেলায় অংশ গ্রহন করবে দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের সাথে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com