নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর (৪) ফরিদগঞ্জ আসনের বাংলাদেশ আওয়ামীলীগের সম্ভাব্য সাংসদ প্রার্থী জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা হারুন অর রশিদ সাগর বলেছেন, ফরিদগঞ্জের মানুষের জন্য কাজ করে যাচ্ছি, সবসময় তাদের পাশে থাকবো। ফরিদগঞ্জের মানুষের জন্য কিছু করতে পারলে আমি তৃপ্তি পাই। একটু সময় পেলেই ফরিদগঞ্জ চলে আসি। যে কোন ভালো ও সামাজিক কাজে আমি ফরিদগঞ্জ উপজেলাবাসীর সাথে আছি ইনশাআল্লাহ।
তিনি আরো, শেখ হাসিনার সরকার জনগনের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়েছেন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে। কিন্তু বিগত ২০০১ সালে রাষ্ট্র ক্ষমতায় এসে বিএনপি জামাত জোট সরকার এই কমিউনিটি ক্লিনিকের সেবা বন্ধ করে দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে। এই উন্নয়ন ধরে রাখতে হলে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী করতে হবে। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন এর দেইচর মডেল একাডেমিতে সামাজিক সংগঠন সাইরেনের উদ্যোগ আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে আগত অসহায় রোগীদের উদ্দেশ্য এইসব কথা বলেন।
ফ্রী মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে রোগী দেখেন, ডা: হারুন অর রশিদ সাগর, সামাজিক সংগঠন সাইরেনের সভাপতি ও চাঁদপুর সরকারি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: সাইফুল ইসলাম সোহেল, ডা: ফজলুর রহমান, ডা: আনোয়ার হোসেন, ডা: নাফিজা সুলতানা।
ফ্রী মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী ৫ শতাদিক অসহায় রোগীদের চিকিৎসাপত্র ও ঔষধ বিতরণ করা হয়। সার্বিক তত্বাবধানে ছিলেন সাইরেনর সদস্য ইমাম হোসেন ফরিদ পাটওয়ারী, মামুন হোসেন প্রমুখ।