বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
সেরা সাঁতারু খোঁজে বাংলাদেশ হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা// অপহরণ মামলায় মোবারক আটক হারিয়েছে বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: বিভিন্ন পত্রিকায় প্রকাশিত পর তদন্তে পিবিআই, তদন্ত শেষে ডিআইজির ব্রিফিং রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির ইয়ার লা‌ঞ্চিং ও‌ দুস্থ‌দের মা‌ঝে খাবার বিতরণ চাঁদপুরে যৌথ বাহিনী অভিযানে মাদকসহ আটক ২  চাঁদপুরে জগন্নাথ দেবের রথ যাত্রা উপলক্ষে  কালীবাড়ী মন্দিরে লীলা ও পদাবলী কিত্তনে ভক্তের সমাগম চাঁদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় যৌথ বাহিনী আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার  নির্বাচন সম্পন্ন  চাঁদপুর জেলা আ. লীগ সভাপতি নাছির দুই দিনের রিমান্ডে

ফরিদগঞ্জে বাজার ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

  • আপডেটের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস //
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তা বাজার ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই সংঘর্ষ হয়।
সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএএনও) ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটকে পড়াদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও ব্যবসায়ীরা জানায়, বাংলা ১৪৩২ সালের এক বছরের জন্য ভাটিয়ালপুর চৌরাস্তা বাজার ইজারা দেয় পৌর কর্তৃপক্ষ। এই ইজারাকে কেন্দ্র করে ভাটিয়ালপুর চৌরাস্তা দুটি পক্ষ বিভক্ত হয়ে পড়ে। একপক্ষ ইজারা বাতিলের দাবিতে এবং অন্যপক্ষ রাজস্ব আদায়ের স্বার্থে ইজারা বহাল রাখার জন্য অবস্থান নেয়।
কয়েকদিন আগে ইজারার নামে চাঁদা আদায়ের অভিযোগ তুলে এলাকার ব্যবসায়ী, আড়তদার, মৎস্যজীবীরা মানববন্ধন করে। এর প্রতিবাদে আজ বিকেলে ইজারাদারদের সহায়তাকারী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া শেখসহ কয়েকজনকে চাঁদাবাজ আখ্যায়িত করার প্রতিবাদে এলাকার কয়েকশ নারী-পুরুষ পাল্টা মানববন্ধন করে।
মানববন্ধনের শেষ পর্যায়ে হঠাৎ মনির হোসেন নামে স্থানীয় একজন ইটের আঘাতে আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। ঘণ্টাব্যাপী এই ধাওয়া–পাল্টা ধাওয়া চলে। এতে মনির হোসেনসহ দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সংবাদ পেয়ে থানা পুলিশ সন্ধ্যার পর ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়াও ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় ফরিদগঞ্জ থানার এসআই মাহবুব আলম সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়াসহ বেশ কয়েকজনকে উদ্ধার করে নিয়ে আসে। সংঘর্ষ চলাকালীন তারা  একটি ব্যবসা প্রতিষ্ঠানে অবরুদ্ধ ছিল।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক  (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, ‘ভাটিয়ালপুর চৌরাস্তা বাজারে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরুদ্ধ থাকা কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। এখনো কাউকে আটক করা হয়নি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com