ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা দক্ষিণ ইউনিয়নের উপাদি গাছি বাড়িতে।
অগ্নিদগ্ধ গাছি বাড়ির মোঃ আমিন হোসেনর স্ত্রী শাহনাজ বেগম (৩৫) পাশের উকিল বাড়ির ফয়েজের স্ত্রী নাছিমার কাছ থেকে সুদে টাকা আনের স্বামীর ব্যবসার জন্য। তখন তিনি খালি স্ট্যাম্প স্বাক্ষর করেন। সুদের টাকা পরিশোধ করার পর নাছিমা বেগম শাহনাজ কে তার ষ্ট্যাম্প ফেরত না দিয়ে সুদে আরো ৩০ হাজার টাকা দাবী করে। সেই টাকার জন্য নাছিমা, তার স্বামী ফয়েজ ও ভাড়াটে লোক দিয়ে বেশ কয়েকবার শাহনাজকে মারধর করে। তারা শাহনাজ বেগমকে গলায় রশি বেঁধে হত্যার চেষ্টা ও করে ছিল। শাহনাজ বেগম দু বার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি ছিল। শুক্রবার রাত অনুমান সাড়ে ৮ টায় নাছিমা বেগম, ফয়েজ ও তাদের লোকজন নিয়ে গাছি বাড়িতে এসে শাহনাজের সাথে ঝগরায় লিপ্ত হয়। তারপর শাহনাজের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়।সে দিন শাহনাজের চিৎকার চেচামেচিতে বাড়ির লোকজন ছুটে আসলে সুদখুর নাছিমা বেগম,স্বামী ফয়েজ ও তাদের লোকজন পালিয়ে যায়। মুমূর্ষু অবস্হায় রাত ১০ টায় শাহনাজ বেগম কে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসক ডাঃ আনিসুর রহমান দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের র্বান ইউনিটে রেপার করেছেন। টানা ৬ দিন শাহনাজ বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের র্বান ইউনিটের আইসিও তে চিকিৎসাধীন থাকার পর ১ অক্টোবর বুধবার দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শাহবাগ থানা পুলিশ হাসপাতালে এসে শাহনাজ বেগমের মরদেহের সূরতহাল প্রতিবেদন তৈরি করে।
এঘটনায় ফরিদগঞ্জ থানা পুলিশ অভিযোগ নিতে তালবাহানা করলে বিষয়টি চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রাকিব পিপিএম কে অবগত করলে অভিযোগ গ্রহন করে। এরপর প্রধান আসামী সুদখোর ফয়েজের স্ত্রী নাছিমা বেগম কে ফরিদগঞ্জ থানা পুলিশ আটক করে।