বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুর আদালতে হাজিরা দিতে গিয়ে হৃদরোগে বাদীর মৃত্যু  মতলব উত্তরে অটোরিকশা চালককে কুপিয়ে ও গুলি করে হত্যা মতলব উত্তরে জমিয়তে উলামায়ে ইসলামের দায়িত্বশীলদের মতবিনিময় সভা  বীরগঞ্জে কে এই রফিকুল ইসলাম? জাল সার্টিফিকেটে ২৩ বছরের শিক্ষক. চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। মেডিল্যাব ডায়াগনিক সেন্টার কে ১০হাজার টাকা জরিমানা। চাঁদপুরে মেঘনা নদীতে নিখোঁজের চার ঘণ্টা পর বৃদ্ধের লা-শ উদ্ধার চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে চার মাদক কারবারিসহ গ্রেপ্তার ৬ চাঁদপুরে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা  মতলব উত্তরে মেঘনা নদীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ১০৬ টি চায়না দুয়ারী চাই সহ আরও অন্যানা অবৈধ জাল জব্দ নওগাঁ সদরে অযোগ্যদের নিয়ে খাদ্যবান্ধব ডিলারশীপ নিয়োগের প্রতিবাদ

ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি কচুয়ার কৃতি সন্তান মামুন মোল্লা

  • আপডেটের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া:
চাঁদপুর জেলার কচুয়ার কৃতি সন্তান মো. মামুনুর রশীদ মোল্লা ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন।
তিনি গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এই দায়িত্ব গ্রহণ করেছেন।  মো. মামুনুর রশীদ মোল্লা বাংলাদেশের আর্থিক খাতে তিন দশকেরও বেশি অভিজ্ঞতা অর্জন করেছেন। এর আগে, তিনি সিভিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (SBAC) ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তার ব্যাংকিং ক্যারিয়ারের সূচনা হয় প্রাইম ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে। পরবর্তীতে তিনি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (MTBL) এবং ন্যাশনাল ব্যাংক (NBL)-এ শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের নতুন এমডি ও সিইও হিসেবে মো. মামুনুর রশীদ মোল্লার লক্ষ্য হবে প্রতিষ্ঠানটির বৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান। যা কর্পোরেট ও খুচরা খাতে বিনিয়োগ ও আর্থিক সেবা প্রদান করে আসছে।
কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের কৃতি সন্তান
মো. মামুনুর রশীদ মোল্লার নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও উন্নয়ন, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে। ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের শুভাকাঙ্ক্ষীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এদিকে মামুনুর রশিদ মোল্লাকে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের এমডি পদে দায়িত্ব পাওয়ায় সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতি সংগঠনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com