এক পরিবারে কয়েক বছরের সম্পর্ক, শেষে এক রাতেই ভেঙে পড়ল সব কিছু।সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের উত্তর পাইকাস্তা গ্রামের গাজী বাড়ির
জয়নাল গাজী মেয়ে জেরিন আক্তারের সাথে চাঁদপুর শহরের ব্যাংক কলোনী এলাকার মেহেদী হাসান রিফাতের সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। তারপর প্রেমের সূত্রপাত। অতপর আত্মহত্যা।
জয়নাল গাজী এ বিষয়ে থানায় অভিযোগ করেন। তিনি জানান, ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় মেহেদী হাসান রিফাতের সঙ্গে জেরিনের প্রেম হয়। পরে বিষয়টি গম্ভীর হয়ে যায়।
মেহেদী হাসান রিফাতের আশ্বাসে জেরিন ২০২৩ সালের ৯ নভেম্বর শহরে আলাদা বাসায় বসবাস করতে শুরু করে। কয়েক বছর পর বিবাদী মেহেদী হাসান রিফাত
জেরিনকে স্ত্রী হিসাবে স্বীকার না করে বাড়ি থেকে তারিয়ে দেন। তারপর দুই পক্ষ মিলে চলতি বছরের ৫ মে সাত লাখ টাকার কাবিননামায় সমঝোতা করে। সমঝোতায় বিবাদীরা প্রতিশ্রুতি দেয় এক মাসের মধ্যে জেরিনকে বাড়িতে তুলে নেবেন ।
কিন্তু প্রতিশ্রুতি ভাঙা হয়। অভিযোগ করা হয়েছে, বিবাদীর পক্ষ জেরিন কে গালিগালাজ ও মানহানিকর কথা বলায় সম্পর্কে টানাপোরনের সৃষ্টি হয় । তারপর চলতি বছরের ১২ ও ১৩ অক্টোবর রাতে কথাবার্তায় প্রেমিক স্বামী মেহেদী হাসান রিফাত জেরিনকে তালাক দেওয়া হবে বলে হুমকি দেয়। শশুর ও শাশুড়ি কানাকুনি ও অশালীন ভাষা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
পরে জেরিন হঠাৎ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে লেখেন যে, তাঁর মৃত্যুর জন্য তাঁর স্বামী ও শ্বশুর-শাশুড়ি দায়ী। এরপর তিনি বাপের বাড়িতে তাঁর কক্ষে গলায় ওড়না দিয়ে গলায় ফাঁসি দেয়। জেরিনের পরিবার জানায়, জেরিন আত্মহত্যা করেছেন।
জেরিনের পিতা জয়নাল গাজী অভিযোগে যারা জেরিনকে আত্মহত্যার পরোচনা দিয়েছে তাদের শাস্তি দাবি করেন। পুলিশ জানায় ঘটনায় প্রথম তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি হত্যার প্ররোচনার মর্মে দায়ের দেখানো হয়েছে ও আটককৃত দেরকে আদালতে পাঠানো হয়েছে।