গাজী মোঃ ইমাম হাসানঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্যে রাখেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী।এসময় তিনি বলেন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসীম দৃঢ় নেতৃত্বের কারণে আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। তিনি রাজনীতির শুরু থেকেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলন সংগ্রাম এর সময় নানা নিপীড়ন-নর্যাতনের তিনি পিছন থেকে সামনে থেকে অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। আর তাই অন্যসব নেতাদের থেকে তিনি নিজেকে পুরো বিশ্বে আলাদা করে চিনাতে পেরেছেন। তিনি হয়েছেন বাঙালির বঙ্গবন্ধু। টুঙ্গিপাড়ার সেই ছোট্ট খোকা আজ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি আরো বলেন, আজ জাতির পিতার জন্ম শতবার্ষিকী তথা ১০২তম জন্মদিনে আমাদের বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিক হওয়ার শপথ নিতে হবে। তার মতো আদর্শবান হতে হলে সবাইকে তার অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচাসহ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা পড়তে হবে। তাহলেই আমরা বঙ্গবন্ধুর আদর্শ স্বপ্নের সোনার বাংলা গড়তে পারবো।
ইউপি সচিব মুহাম্মাদ রাকিবুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল কামাল কালাম পাটওয়ারী, সহ-সভাপতি শোহরাব হোসেন পাটওয়ারী,সহ-সভাপতি মোঃ জাকির হোসেনপাটওয়ারী,
সাংগঠানিক সম্পাদক নুরুন্নবী সোহেল।
এসময় আলোচনা সভা, কেক কাটা দোয়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলো
সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আফরোজা বেগম,শাহিনা বেগম,সুলতানা বেগম।
ইউপি সদস্য সেলিম মাস্টার,আবুল বাসার মোল্লা,সাকিবুল হাসান খান,মহসিন খান,হোসাইন দুলাল,জসিম উদ্দিন তালুকদার ও হাসান রাজা।
এছাড়া দোয়া অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার সমাপনী পর্যায়ে বিশেষ বঙ্গবন্ধুর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।