নিজস্ব প্রতিবেদক
মাত্র ১৯ বছর বয়সেই ৪ জনকে বিয়ে করেছেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই স্বামীর দেয়া স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে পালাতেন। তার পছন্দের তালিকায় ছিল পঞ্চাশ কিংবা ষাটোর্ধ্ব পুরুষেরা। বলছি, সানজিদা আক্তার স্মৃতির কথা। যার অর্থ উপার্জনের বড় হাতিয়ার ছিল বিয়ে।
এমনই এক ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ আলীর (ছদ্মনাম) করা মামলা তদন্ত করতে গিয়ে সানজিদাকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সঙ্গে তার মাকেও গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, প্রথম স্ত্রী মারা যাওয়ার চার বছর পর গত ২১ মার্চ তিনি দ্বিতীয় বিয়ে করেন মোহাম্মদ আলী। কনে রংপুরের বদরগঞ্জের সানজিদা আক্তার স্মৃতি। বিয়ের তিন মাসের মাথায় এক সন্ধ্যায় তার স্ত্রী ঘরে থাকা প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে যান। পরে ডিভোর্স লেটার পাঠিয়ে দেন। ভুক্তভোগী জানান, তার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু ভাইয়ের চাপে তিনি বিয়ে করতে রাজি হন। এরপরই এমন প্রতারণার শিকার হয়েছেন।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দীন কবীর জুয়েল বলছেন, সংসার করার উদ্দেশ্যে নয়, সানজিদার বিয়ে করার একমাত্র লক্ষ্য অর্থ উপার্জন। এর আগেও বিয়ে করেছেন তিনটি তিন স্বামীর সঙ্গে একই ঘটনা ঘটিয়েছেন।
তিনি বলেন, সানজিদাকে গ্রেপ্তারের পর পুলিশ আরো জানতে পেরেছে স্বামীর কাছ থেকে চুরি করা ১০ লাখ টাকায় রংপুরে নতুন বাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন।
তিনি আরও বলেন, বাড়ি বন্ধক রেখে লোন করা টাকা চুরি করে স্ত্রীর পালিয়ে যাওয়ায় পথে বসার উপক্রম হয়েছে স্বামী মোহাম্মদ আলীর।