মানিক দাস // চাঁদপুর কালীবাড়ী মন্দির কার্যকরী কমিটির সাবেক সদস্য ও চাঁদপুর শহরের বস্ত্র ব্যবসায়ী গুয়াখোলা রোডের বাসিন্দার অর্জুন সাহা আর বেঁচে নেই। ( দিব্যান্ লোকান্ স গচ্ছতু )।
তিনি গত ১৬ আগস্ট গভীর রাতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়।
অবস্হার অবনতি হলে সেখান থেকে দ্রুত ঢাকা বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল ১৮ আগস্ট সোমবার সকাল সাড়ে ৬ টায় ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে অনন্তলোকে যাত্রা করেছেন।
অর্জুন সাহার মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় (৫৮)। মৃত্যুকালে অর্জুন সাহা স্ত্রী, এক কণ্যা, এক পুত্রসহ বহু আত্মিয় স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন।
ওই দিন বিকাল ৩ টায় চাঁদপুর কালিবাড়ি মন্দির কমিটির আয়োজনে অর্জুন সাহার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন কালিবাড়ি মন্দিরের পুরোহিত কমল চক্রবর্তী।
অর্জুন সাহা মৃত্যুতে গভীর ভাবে শোকপ্রকাশ করেছেন কালিবাড়ি মন্দির পরিচালনা কমিটি, কালিবাড়ি উৎসব কমিটি, হরিবোলা সমিতি,চাঁদপুর বস্ত্র ব্যবসায়ি সমিতিসহ বিভিন্ন মন্দির ও ধর্মীয় সংগঠন ।
একই ভাবে অর্জুন সাহার মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করে কালিবাড়ি মন্দির পরিচালনা কমিটি, কালিবাড়ি উৎসব কমিটি, হরিবোলা সমিতি,চাঁদপুর বস্ত্র ব্যবসায়ি সমিতি,আহমেদ শপিং সেন্টার। বিকালে চাঁদপুর মহা শশ্মানে অর্জুন সাহার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।