মানিক দাস // পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ আভ্যন্তরীন নৌ পরিবহন চাঁদপুর জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে পাইলট হাউস জামে মসজিদে ইফতার পূর্বক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যুগ্ম পরিচালক মাহমুদুল হাসান থানদার।
সংক্ষিপ্ত আলোচনা সভা পরিচালনা করেন সিবিএ চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব আক্তার হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী যুগ্ম পরিচালক আশরাফ ইদ্দীন, সহকারী নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ বাবু, সিবিএ আহ্বায়ক আঃ সাত্তার,যুগ্ম আহ্বায়ক ১ মোঃ জাহাঙ্গির হোসেন, যুগ্ম আহ্বায়ক ২ আবুল কালাম আজাদ, যুগ্ম সদস্য সচিব মোঃ শাহজালাল, নির্বাহী সদস্য আদম আলীসহ সিবিএর চাঁদপুর শাখার নেতৃবিন্দ এবং পরিদর্শক ও পাইলটসহ সকল কর্মচারী।
দোয়া মোনাজাত পরিচালনা করেন পাইলট হাউস জামে মসজিদে ইমাম মাওঃ মোঃ সেলিম মিয়া।