আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ
অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সমন্বয় করা দরকার। শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। প্রতিটি অভিভাবক অন্তত সপ্তাহে একদিন শিক্ষকদের সম্মানের সঙ্গে ছাত্রদের বিষয়ে জানতে চাইবেন। শুধু নিজের সন্তানকে সন্তান মনে করলে হবে না। বিদ্যালয়ের প্রত্যেকটি সন্তানকে সমান চোখে দেখা উচিত। নিজের সন্তানকে তাগিদ দেওয়ার পাশাপাশি পাশের অন্যের সন্তানকেও জানতে হবে। শিক্ষককে জিজ্ঞেসা করতে হবে। এ ক্ষেত্রে আপনার সন্তানের পরোক্ষভাবে উপকার হবে। নিজের সন্তানকে শুধু সন্তান মনে করে আমরা একটা অসুস্থ প্রতিযোগিতায় নেমে গিয়েছি।
গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা
বাখরনগর উচ্চ বিদ্যানিকেতন ৩০বছর পূর্তি উপলক্ষ্যে প্রাক্তন ছাত্রছাত্রীদের পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ) শিক্ষক অভিভাবক ও ছাত্র ছাত্রী উদ্দেশ্যে এসব কথা বলেন। বাখলনগর উচ্চ বিদ্যানিকেতন মাঠ প্রাঙ্গণে বিদ্যানিকাতনে অভিভাবক কমিটির সভাপতি নাজমুল হাসান নিঝুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনী, উপাদক্ষ্য শফিকুল ইসলাম, মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি সদস্য বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী সরকার, বাখলনগর ফাজিল মাদ্রাসা শিক্ষক মাওঃ সামির হোসেন, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার চিনু, ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল খায়ের, মুরাদনগর থানা অফিসার ইনচার্জ ওসি আজিজ ইবনে জলিল, বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ ওসি রিয়াজ উদ্দীন সরকার