মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ২টি প্রতিষ্ঠানকে ৫৩,০০০/- টাকা জরিমানা। মতলব উত্তরে যৌথ বাহিনী কর্তৃক ০২ মাদক সেবী আটক স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়কালে পরিকল্পিত উন্নয়নের জন্য অর্থনৈতিক জোন খুবই গুরুত্বপূর্ণ —-চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক মাদক ব্যবসায়ী আটক চাঁদপুরে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত চাঁদপুরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু  চাঁদপুরে সেরা সাঁতারুর খোঁজে ইয়েস কার্ড পেলেন ৪০ সাতারু  চাঁদপুর চেম্বার ভব‌নে ক্যাব সহ বি‌ভিন্ন দপ্ত‌রের সা‌থে ব‌্যবসা‌য়ি‌দের মত‌বিনময় সভা শাহ মাহমুদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ

বাড়ির সামনে বাঁশের বেড়া, অবরুদ্ধ পাঁচটি পরিবার

  • আপডেটের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৪১ বার পঠিত হয়েছে

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলার খোর্দ্দনারায়নপুর  গ্রামে পূর্ব বিরোধের জেরে জাহিদুল ইসলাম

নামে এক ব্যক্তির বসতবাড়িতে চলাচলের একমাত্র রাস্তায় বাঁশের বেড়া দিয়ে তার পরিবারসহ পাঁচটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার ভীমপুর ইউনিয়নের খোর্দ্দনারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষক জাহিদুল ইসলাম জানান, জমি জমার বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরিয়া দীর্ঘ ৩০ বছর যাবৎ চলাচলের রাস্তা হঠাৎই গত বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রতিবেশী মৃত আছমত আলী মন্ডল ছেলে আক্কাছ আলী মন্ডল, মৃত আকরাম আলী মন্ডল ছেলে আসাদুজ্জামান রানা ও আফজাল আলী মন্ডল ছেলে ফিরোজ হোসেন আরও অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জনকে নিয়ে এসে আমার বসতবাড়ির সামনে আমাদের চলাচলের রাস্তার উপর জোরপূর্বক বাঁশের বেড়া দিয়ে চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করিয়া দেয়। আমি ও আমার পরিবারের লোকজন তাদেরকে চলাচলের রাস্তায় বেঁড়া দেওয়ার কাজে বাধা প্রদান করিলে তারা আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমরা তাদের গালিগালাজ করিতে নিষেধ করিলে তাদের হাতে থাকা বাঁশের লাঠিসোঠা দিয়ে আমাদেরকে মারমুখী আচরন করা সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করিতে থাকে। আমাদের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দেওয়ার কারণে আমার পরিবারসহ আরও পাঁচটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছি।

এ ব্যাপারে আসাদুজ্জামান রানা বলেন, জাহিদুল ইসলামপর পরিবার দীর্ঘদিন ধরে আমাদের জমির উপর দিয়ে চলাচল করে আসছিল। এখন আর আমরা আমাদের খলিয়ানের উপর দিয়ে রাস্তা দিতে চাই না। তাই বাঁশ দিয়েছি। বাঁশের বেড়া দুই এক হাত তাদের জমির উপর যেতে পারে। পরবর্তীতে সেটি আমরা সরিয়ে নিয়ে আমাদের জমিতে  বেড়া দিব।

ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রাম প্রশাদ ভদ্র বলেন, বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে একটি সালিশি বৈঠকের কথা ছিলো। তার আগে বেড়া দিয়ে রাস্তা অবরোধ করেছে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com