সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ২টি প্রতিষ্ঠানকে ৫৩,০০০/- টাকা জরিমানা। মতলব উত্তরে যৌথ বাহিনী কর্তৃক ০২ মাদক সেবী আটক স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়কালে পরিকল্পিত উন্নয়নের জন্য অর্থনৈতিক জোন খুবই গুরুত্বপূর্ণ —-চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক মাদক ব্যবসায়ী আটক চাঁদপুরে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত চাঁদপুরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু  চাঁদপুরে সেরা সাঁতারুর খোঁজে ইয়েস কার্ড পেলেন ৪০ সাতারু  চাঁদপুর চেম্বার ভব‌নে ক্যাব সহ বি‌ভিন্ন দপ্ত‌রের সা‌থে ব‌্যবসা‌য়ি‌দের মত‌বিনময় সভা শাহ মাহমুদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ

বালিয়ায় দু’পক্ষের জায়গা নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছে ভিডিও-সহ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৪২৪ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড উওর বালিয়া মোঃ জাহাঙ্গীর হোসেন গাজীর বাপ দাদার ওয়ারিশ সূত্রে ৯৮শতাংশ জায়গার মধ্যে প্রায় ১৪শতাংশ জায়গা প্রতিপক্ষরা জোর পূর্বক ভোগ দখল করার চেষ্টা করলে এ সময় ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন গাজী তাঁদের কে বাধা দিলে উল্টো তারা জাহাঙ্গীর হোসেন গাজীর উপর একাধিকবার হামলা করে।

 

জাহাঙ্গীর হোসেন গাজী আরো বলেন,আমাদের জায়গাতে আমরা যা ইচ্ছে তা করবো তারা বাধা প্রধান করার কে। কারা আপনের উপর হামলা করেছে এবং জায়গা কারা জোর পূর্বক দখল করার চেষ্টা করে, জানতে চাইলে তিনি বলেন,মৃত রহমান গাজীর ছেলে আঃ হামিদ গাজী,মোঃকলমত্বর গাজী,ছমিদ গাজী,হালিম গাজী,মোঃ শামছুল গাজী,এবং মৃত ছিডু গাজীর ছেলে,রহমান গাজী,মিলনী বেগম সহ মিলে তারা আমাকে আমাদের জায়গাতে কোন গাছ ধরতে কিংবা কোন চারা রোপন করতে দেয়না।আমাকে তারা দেখলেই লাঠি সোটা নিয়ে মারতে আসে।আমার উপর বহুবার হামলা করছে। তবুও আমি ক্ষিপ্ত হয়নি। জাহাঙ্গীর হোসেন গাজী আরো বলেন আমি ঐ ১৪ শতাংশ জায়গাতে প্রায় ২০০টি মেহগনী গাছ,রেইনট্রি গাছ, আম গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করছিলাম।

তারা রাতের আধারে গাছ গুলো ভেঙ্গে ফেলে, এতে কয়েক লক্ষাধীক টাকার ক্ষয় ক্ষতি হয়।আমি ইউপি চেয়ারম্যন,মেম্বার সহ এলাকার সকলকে বিষয়টি জানালে, তাদের পরামর্শ অনুযায়ী আমি কোর্টে মামাল করি এবং মামালা এখনো চলমান আছে। জাহাঙ্গীর হোসেন গাজী আরো জানান,আমার সেই ক্ষতির পরেও নতুন চারা রোপন করছি। একধিকবার সালিসি বৈঠক বসলেও তারা বসতে রাজি হয়না। আমি আমার ক্ষতিগ্রস্ত সহ পুরো জায়গার সুষ্ঠ সমাধান চাই। স্থানীয়রা বলেন,জাহাঙ্গীর হেসেন গাজী গং আর কলমত্বর গাজী গং দের মধ্যে সামন্য কতটুকু জায়গা নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছে। আমরা কি বলবো। বলার মতো কিছুই নেই। তারা কেউ কাউকে মানতে রাজিনা। এক পক্ষ বসতে চাইলে আরেক পক্ষ বসতে রাজিনা।জায়গার বিষয়টি নিয়ে উভয়ের মামলা চলে।


অন্যদিকে প্রতিপক্ষ কলমত্বর গাজী, হামিদ গাজী,হালিম গাজী,শামছুল গাজী সহ কয়েকজন জানান, মৃত কলিম গাজীর ছেলে জাহাঙ্গীর হোসেন গাজী সহ তার ভাইয়েরা মিলে আমাদের কে বহুবার হুমকি ধমকি দিয়ে আসছে। যদি তারা কাগজপত্র সঠিক দেখিয়ে জায়গা নিয়ে যায় আমাদের কোন আপওি নেই।কিন্তু তারা কি মনে করে জাল দলিল দেখিয়ে আমাদের সম্পত্তির উপর গাছ লাগাতে আসে।কলমত্বর গাজী আরো বলেন আমরা তাঁর উপর হামালা করিনা, এবং কোনদিন লাঠি সোটা নিয়ে দৌড়ায় নি।তারা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা বলছে। এখানে মোট জায়গার পরিমান, ৯৮ শতাংশ,এর মধ্য কলিম গাজী গং ওয়ারিশ সূত্রে ছেলেরা দাবি করে আসছে তারা নাকি ১৪শ পাবে,তারা যদি পায় তাহলে কাগজপত্র সঠিক নিয়ে আসুক।তারাও বসবে আমরা ও বসবো। কলমত্বর গাজীরা আরো বলেন,আমরা গরীব মানুষ, আমরা অত্যাচার জুলুম করিনা,তারা করে,। আমরা আমাদের জায়গা পেতে আমরা ও কোর্টে মামলা করি।আর কোর্ট উভয়ের জায়গার সঠিক কাগজ পত্র দেখে যে নির্দেশ দিবে তা আমরা পালন করবো।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com