নিজস্ব প্রতিবেদক ।। দীর্ঘ সময় পর চাঁদপুরে ৫ শতাধিক শিশু-কিশোরদের অংশগ্রহণে ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শত শত শিশু কিশোররা রং তুলি নিয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে মেইড ইন চাঁদপুর কালচারাস ফেসটিভ্যাল ১৬দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের অষ্টম দিনে জেলা বিএনপির সভাপতি শেষ ফরিদ আহমেদ মানিকের বাসবভন মুনিরা ভবনে প্রতিযোগিরা ছবি আঁকার প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
প্রতিযোগিতা শেষে উৎসবের লগো খচিত ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত মেডেল অংশগ্রণকারী সকল প্রতিযোগির গলায় পড়িয়ে দেওয়া হয। প্রতিযোগিতার পরিবেশটি ছিল উন্মুক্ত ও সবুজে সুবৃস্তি। এধরনের সুন্দর ও মনোরম পরিবেশ পেয়ে অংশহনকারীরা ও তাদের অভিভাকরা ভীষন আনন্দ পেয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি সহ সভাপতি ও উৎসব উৎযাপন পরিষদের আহবায়ক দেওয়ান মোঃ শফিকুজ্জামান, মোঃ খলিলুর রহমান গাজী, উৎসব উৎযাপন পরিষদের সদস্য সচিব মঈনুদ্দিন লিটন, যুগা সচিব মোবারক হোসেন সিকদার, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, জেলা মহিলা দলের সহ সভাপতি সেলিনা পারভীন লিপি, নাইমা মোশারাফ
উৎসব উদযাপন পরিষদের সদস্য শাওন পাটওয়ারী, চিত্রাংকন বিভাগের আহবায়ক অজিত দত্ত, সদস্য সচিব অভিজিত রায়সহ বিএনপি অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উৎসব উদযাপন পরিষদের কর্মকর্তাগণ।