মানিক দাস // চাঁদপুর শহরের পুরান বাজার দাস পাড়া এলাকায় ১৮ মার্চ শুক্রবার সকাল সাতটা থেকে ট্রান্সমিটার স্থাপন ও বিদ্যুতের লাইনে সংযোগের কাজ চলছিল। যার ফলে সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত পুরান বাজার এলাকায় বিদ্যুৎ বন্ধ রাখা হয়।
ষোল শহর প্রকল্পের আওতায় বিগত দুই বছর ধরে চাঁদপুরে ঠিকাদারী প্রতিষ্ঠান বিদ্যুতের কাজ করছিল। ১৮ মার্চ শুক্রবার সকাল থেকে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে শ্রমিকরা বিদ্যুতের লাইনের কাজ করছিল। সন্ধ্যা হনুমান ছয়টার দিকে ঠিক আছে শ্রমিক শাকিল আহমেদ (২৩) টান্স মিটারে বিদ্যুৎ সংযোগ আছে কি-না তা চেক করতে গেলে বিদ্যুৎপিষ্ট হয়ে উপর থেকে নিচে ছিটকে পড়ে। সাপের শ্রমিককে তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর ২৫০. শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিদ্যুৎপৃষ্ট মৃত্যু শাকিল এর গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা গ্রামে। বিদ্যুৎপৃষ্ঠ শাকিল এর মৃত্যুর খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ পুলিশের আওতায় নিয়ে আসেন। এস আই ইকবাল হোসেন জানান, ময়নাতদন্ত শেষে সাকিলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।