মানিক দাস // চাঁদপুরে ভোক্তা অধিকার লঙ্ঘন করে বিভিন্ন নামে শিশু খাদ্য তৈরী করার অপরাধে মারিয়া ফুট প্রডাক্টস নামে প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে সদরের দক্ষিণ গুনরাজাদি এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহাকরী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য জেলা কার্যালয় ও যৌথ বাহিনী জেলা সদরের দক্ষিণ গুনরাজদি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে, ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরির অপরাধে ফারিয়া ফুড প্রডাক্টস নামে প্রতিষ্ঠানের মালিক মো. মহসনিকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এ সময় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয় এবং ভুয়া নাম ঠিকানা ব্যবহার সম্বলিত প্যাকেট পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়।
এসময় নিরাপদ খাদ্য বিভাগের জেলা কর্মকর্তা অফিসার আরিফুল হাসান উপস্থিত ছিলেন। যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে জানান এই কর্মকর্তা।