শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
কাল  চাঁদপুর অযাচক আশ্রমে গুরুত্বপূর্ণ সভা// নতুন অধ্যক্ষের দায়িত্ব নিবেন সুরেশ চন্দ্র মজুমদার  বিভিন্ন নাম ব্যাবহার করে শিশু খাদ্য তৈরী, চাঁদপুরে কারখানা মালিকের জরিমানা বিশিষ্ট সমাজসেবক মরহুম   মাসুদুর রহমান শিপু তালুকদারের  আজ ৪র্থ  মৃত্যুবার্ষিকী কিশোর অপরাধ দমনে চাঁদপুর জেলা পুলিশের কঠোর অবস্থান নাগরিক সেবা বৃদ্ধির জন্যে পৌরসভার আয় বাড়ানোর বিকল্প নেই’ চাঁদপুর পৌরসভার ১২৬ কোটি টাকার বাজেট ঘোষণা ফরিদগঞ্জে সেনাবাহিনীর অবঃ সার্জেন্টর   স্ত্রীর-মেয়ের বিষপান//  মেয়ের মৃত্যু চাঁদপুরে আদালতে মামলার শুনানির সময় আইনজীবীর মৃত্যু শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে চাঁদপুরের ১৭ ক্ষুদে সাঁতারু এখন ঢাকায় চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। নির্ধারিত মূল্য চেয়ে অতিরিক্ত মূল্য রাখায়ও মূল্য তালিকা না থাকায় ২টি প্রতিষ্ঠানকে ১৫,০০০/- টাকা জরিমানা। চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। মাতৃছায়া হাসপাতালকে কে ২০হাজার টাকা জরিমানা।

বিভিন্ন নাম ব্যাবহার করে শিশু খাদ্য তৈরী, চাঁদপুরে কারখানা মালিকের জরিমানা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুরে ভোক্তা অধিকার লঙ্ঘন করে বিভিন্ন নামে শিশু খাদ্য তৈরী করার অপরাধে মারিয়া ফুট প্রডাক্টস নামে প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে সদরের দক্ষিণ গুনরাজাদি এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহাকরী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য জেলা কার্যালয় ও যৌথ বাহিনী জেলা সদরের দক্ষিণ গুনরাজদি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে, ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরির অপরাধে ফারিয়া ফুড প্রডাক্টস নামে প্রতিষ্ঠানের মালিক মো. মহসনিকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এ সময় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয় এবং ভুয়া নাম ঠিকানা ব্যবহার সম্বলিত প্যাকেট পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়।
এসময় নিরাপদ খাদ্য বিভাগের জেলা কর্মকর্তা অফিসার আরিফুল হাসান উপস্থিত ছিলেন। যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে জানান এই কর্মকর্তা।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com