মানিক দাস // বিশ্বশান্তি ও মানব কল্যাণ কামনায় চাঁদপুর নতুন বাজার শ্রী শ্রী গোপাল জিউর আখড়ায় ১২০ তম বার্ষিক দোল উৎসব শুরু হয়েছে।১৭ মার্চ বৃহস্পতিবার অধিবাসের মধ্য দিয়ে বিশ্বশান্তি ও মানব কল্যাণ কামনায় ৪০ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ শুরু হয়েছে।১৮ মার্চ শুক্রবার দুপুর ১২ টায় শিক্ষা মন্ত্রী ডাঃ দীপুমনি এমপি গোপাল জিউর আখড়া পরিদর্শন করে সনাতন ধর্মের ভক্তদের সাথে কুশল বিনিময় করেন।
যুগ অবতার ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের জীবের উদ্ধার ও বিশ্বশান্তি কল্পে ও মানব কল্যাণের জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন। এবছর অষ্টকালীন কীর্তন পরিবেশন করে করবে ফরিদপুরের হরিবোলা সম্প্রদায় , টাঙ্গাইলের হৃদয় রাজবংশী সম্প্রদায়, সিরাজগঞ্জে সীমা সূত্রধর সম্প্রদায়। তাছাড়া মধুমাখা হরিনাম পরিবেশন করবে চট্টগ্রামের সুরধ্বনি সম্প্রদায়, বাকেরগঞ্জে জয় হরিচাঁদ সম্প্রদায়, চাঁদপুরের রাম সংঘ সম্প্রদায়, বরিশালের ভক্ত প্রহ্লাদ সম্প্রদায়,রাখাল সম্প্রদায় ও পটুয়াখালী ঝুমা সম্প্রদায়। ৪০ প্রহর মহানাম যজ্ঞ অষ্টকালীন কীর্তন ও মধু মাখা হরি নাম শোনার জন্য হিন্দু সম্প্রদায়ের ভক্তদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছেন গোপাল জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি অভিজিত রায় ও সাধারণ সম্পাদক বাপী পাল।