২৯ সেপ্টেম্বর সোমবার বিকেল চারটায় বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক সংলগ্ন বিমান চত্তর হাইওয়ে রাস্তার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও ধরা রাজশাহী জেলার সভাপতি জনাব মোঃমহসিন আলীর সভাপতিত্বে, বক্তব্য রাখেন রুলফার নির্বাহী পরিচালক ও ধরা কেন্দ্রীয় সদস্য জনাব আফজাল হোসেন, সেফ দ্যা ন্যাচারের চেয়ারম্যান ও ধরা রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সমাজ ও সাংস্কৃতিকর্মী ওয়ালিউর রহমান বাবু,সামাজিক কল্যান সংস্থার পরিচালক সম্রাট রায়হান প্রমুখ,বক্তারা বলেন বাংলাদেশ নদীমাতৃক দেশ এদেশের তিন ভাগ পানি এক ভাগ মাটি, তারমধ্যে রাজশাহী দেশের ঐতিহ্যবাহী বিভাগীয় শহর,এ শহরের পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী, একসময় এ নদীতে বড় বড় জাহাজ ট্রলার চলত, মানুষের জীবন মান উন্নয়ন ও সভ্যতার পরিবর্তণ এসেছে নদীর মাধ্যমে, এক সময় এই নদীতে সব সময় গভীর পানি ছিল, এখন আর সেটি নেই, কারণ নদীর নাব্যতা কমে গেছে যার ফলে নদীতে চর পড়ছে। পদ্মা নদী শুধু রাজশাহীর জীবন-প্রকৃতি নয়, এই অঞ্চলের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধেরও অংশ। পদ্মা নদী উদ্ধার হলে রাজশাহী যানজটমুক্ত ও পরিবেশবান্ধব আধুনিক শহরে রূপ নিতে পারবে। বক্তারা আরও বলেন, দেশের প্রায় সব নদ-নদী এখন দখল ও দূষণের কবলে। অবৈধ স্থাপনা এবং দখল-দূষণের কারণে পদ্মার স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
অবিলম্বে পদ্মার অবৈধ দখল উচ্ছেদ, নদী খনন, বর্জ্য ও পলিথিন অপসারণের দাবি জানান বক্তারা। তাঁদের মতে, নদী টিকলে পরিবেশ টিকবে; আর নদী বাঁচলে পরিবেশও বাঁচবে। রাজশাহীর প্রাকৃতিক ঐতিহ্য ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা নদীকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে।