চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৪ নম্বর চরম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন বিস্ফোরক ও হামলা মামলার আসামি মোহাম্মদ সৈয়দ হোসেন।
বৃহস্পতিবার (২২ মে) চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
জানা যায়, গত বছরের ২০ আগস্ট লোহাগাড়া থানায় দায়ের হওয়া একটি মামলায় সৈয়দ হোসেন ছিলেন ১৮ নম্বর আসামি। তিনি চরম্বা ইউনিয়নের আতিয়ার পাড়ার বাসিন্দা এবং ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
জেলা প্রশাসকের স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১০১ ও ১০২ অনুযায়ী এবং স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে পরিষদের কার্যক্রম সচল রাখতে সৈয়দ হোসেনকে প্যানেল চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো। আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
দায়িত্ব গ্রহণের পর সৈয়দ হোসেনকে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থানে দেখা গেছে। তার সঙ্গে নেতাদের বিভিন্ন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি তার নৌকা প্রতীকের পোস্টার হাতে প্রচারণার ছবিও ভাইরাল হয়েছে।
সৈয়দ হোসেন দায়িত্ব পাওয়ায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। ফেসবুকে আমিনুল হক নামের একজন লিখেছেন, ‘নিঃসন্দেহে চিনেছেন। স্বাধীন দেশে এখনও আওয়ামী দোসর কীভাবে চেয়ারম্যান হয়?’
আরেকজন এমডি সাইফুল মন্তব্য করেছেন, ধন্যবাদ আপনাদের, যারা আমাদের গুলি করার জন্য সবসময় রেডি ছিল, তাদের প্যানেল চেয়ারম্যান বানাইলেন।
এ ব্যাপারে জানতে চাইলে সৈয়দ হোসেন বলেন, জুলাইয়ের ছাত্র আন্দোলনের ঘটনায় হামলা ও বিস্ফোরক মামলায় আমাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। বর্তমানে আমি জামিনে আছি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাছান জানান, এটি জেলা প্রশাসনের বিষয়। এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। জানার পর বিস্তারিত বলা যাবে।