রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বীরগঞ্জে বাবা-মা টাওয়ার খানসামা রোডস্থ আধুনিক সেবা কেন্দ্র দি সেবা হাসপাতালে অসহায়দের বিনা খরচে অপারেশন, ঔষুধ সহ যাবতীয় সেবা প্রদান করে আসছেন।
আজ ২৮ জুলাই বৃহস্পতিবার বিকেল ৩টায় সরেজমিনে গিয়ে জানা যায়, ১১নং মরিচা ইউয়িন এর বোচাপুকুর গ্রামের রামকান্ত বেসরার স্ত্রী মিনতী হাসদা (২৬) ও ডাবরা জিনেশ্বরী গ্রামের মোছাঃ লাকী বেগমের মেয়ে মোছাঃ পারভিন আক্তার (২৫) এর বিনা খরচে সিজার সহ যাবতীয় খরচ বহন করেন দি সেবা হাসপাতাল।
কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের ভেলোয়া গ্রামের মোঃ আইয়ুব আলীর স্ত্রী মোছাঃ ফাতেমা আক্তার (৩৬) আ্যাপেন্ডিসাইটের ব্যথার কারণে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়। কিন্তু সেখানে সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে সেখান থেকে ছাড়পত্র নিয়ে বীরগঞ্জ দি সেবা হাসপাতালে ভর্তি হয়।
পরবর্তীতে দি সেবা হাসপাতালের পরিচালক মোঃ আহসান হোসেন শামীমকে বলেন, আমি খুবই অসহায়। আমার অপারেশনের খরচ বহন করার মতো স্বামর্থ নেই। দি সেবা হাসপাতালের পরিচালক মোঃ আহসান হোসেন শামীম তার অবস্থা পর্যবেক্ষন করে বিনা খরচে তার অপারেশন সহ যাবতীয় খরচ বহন করেন।
পরিচালক মোঃ আহসান হোসেন শামীম বলেন, আমি বিগত ৪বছর যাবৎ দি সেবা হাসপাতাল পরিচালনা করে আসছি। আমার হাসপাতালে যদি কোনো অসহায় ব্যাক্তি আসে তাহলে আমি তাদের অবস্থা পর্যবেক্ষন করে বিনা খরচে চিকিৎসা সহ যাবতীয় খরচ বহন করি এবং ডাক্তারের মাধ্যমে সু-পরামর্শ প্রদান করে থাকি।