রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে তুহিন হত্যার বিচারের দাবীতে চাঁদপুরে সাংবাদিকদের মানববন্ধন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মাজেদ, সম্পাদক আতিউর চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার কর্মসূচি  ঢাকায় আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান খান বোরহানকে আটক ভারতে পালানোর সময় দীপু মনির ভাগনে আটক সাংবাদিক হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নওগাঁয় মানববন্ধন গাজীপুরে সাংবাদিক হত্যা প্রতিবাদে মতলব উত্তরে মানববন্ধন ২৪’এর গণঅভ্যুত্থানের বিজয় বার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে বিজয় মিছিল অনুষ্ঠিত দেশে নিরপেক্ষ নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে : অধ্যাপক তানভীর হুদা  চান্দ্রা চৌরাস্তায় মোটরসাইকেল ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু 

বেতন-বোনাসের দাবিতে চাঁদপুর পৌরসভার কর্মচারীদের বিক্ষোভ

  • আপডেটের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস //বকেয়া বেতন, ঈদ বৈশাখ বোনাসের দাবিতে চাঁদপুর পৌরসভার বিভিন্ন শাখার ২১০ কর্মচারী পৌর হিসাব রক্ষণ কর্মকর্তাকে অবরুদ্ধ রেখে বিক্ষোভ করেছেন। এ সময় সকল বিভাগের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে সেবা নিতে আসা নাগরিকগণ চরম ভোগান্তিতে পড়েন।
মঙ্গলবার (২৫ মার্চ ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌরসভার কর্মচারীরা পৌর ভবনের সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন। এ সময় তারা বকেয়া বেতন ও বৈশাখী বোনাস  না পাওয়া পর্যন্ত পৌরসভার সব কার্যক্রম বন্ধ করে দেয়ার পাশাপাশি কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
জানা যায়, পৌর কর্মচারীদের অবরোধে পৌরসভায় অচলাবস্থার সৃষ্টি হয়। পরে চাঁদপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক মো.গোলাম জাকারিয়া দ্রুত বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে, বেতন বোনাসের দাবিতে ক্ষুব্ধ পৌর কর্মচারীগণ পৌর হিসাব রক্ষক সৈয়দ মোঃ মুশিউর রহমানকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে। এমন পরিস্থিতিতে তিনি স্বেচ্ছায় বদলির জন্য পৌর প্রশাসকের নিকট লিখিত আবেদন করেন।
পরে পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদারসহ কয়েকজন এসে তাকে তার কক্ষ থেকে উদ্ধার করে হিসাবরক্ষক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মানিকের কক্ষে নিয়ে বসিয়ে রাখেন।
পৌরসভায় উত্তেজনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এএসআই মিজান সঙ্গীও ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া জানান, পৌরসভার অন্য খাত থেকে কর্মচারীদের বকেয়া রানিং মাসের বেতন পরিশোধ করা হচ্ছে। এর আগে ঈদ বোনাসও দেয়া হয়ে গেছে।
এখন আর বেতন বকেয়া এবং বোনাসেরও সমস্যা নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এখানে উল্লেখ্য, প্রাচীন চাঁদপুর পৌরসভার স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে চারশ’র মত কর্মকর্তা – কর্মচারি রয়েছেন। পৌরসভার নিজস্ব আয় দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন হচ্ছে না। ফান্ডের অভাবে উন্নয়ন কাজো থমকে আছে। জুলাই- আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে চরম অর্থ সংকটে ভুগছে চাঁদপুর পৌরসভা।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com