সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন

বেনাপোল পোর্ট থানায় মামলা, আটক ৫

  • আপডেটের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ০ বার পঠিত হয়েছে
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোলে পৃথক পৃথক মামলায় ৫ জন আসামী কে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ অক্টোবর) বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
 
আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন তালশাড়ী গ্রামের মৃত সহিদুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (৪২), ভবারবেড় গ্রামের নুর ইসলামের ছেলে নাজমুল হোসেন (২৫), একই গ্রামের সিরাজ হোসেনের ছেলে মিরাজ হোসেন (৪০), যশোর বারান্দী পাড়ার মৃত আবুল কাশেম এর ছেলে আবু সাঈদ (২২) ও যশোর রাজার হাট এলাকার নুর ইসলামের ছেলে সাগর (২৫)। 
 
পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানায় পৃথক পৃথক মামলায় আটককৃত আসামীদের বিরুদ্ধে স্থলবন্দরের কর্মকর্তাকে অপহরণ করে ৭৫ হাজার টাকা চাঁদা আদায়। বিজিবি টিমের কাজে বাঁধা প্রদান ও চুরি মামলা দায়ের করা হয়। 
 
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক মামলার ৫ আসামীকে আটক করা হয়েছে। আটককৃত আসামীদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com