মানিক দাসঃ
বেপরোয়া গতির অটো উল্টে প্রাণ গেল এক যাত্রীর। ঘটনাটি ঘটেছে গতকাল ১৪ ডিসেম্বর রোববার দুপুরে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহা সড়কের বাকিলা রেলক্রসিংয়ের কাছে।
নিহত ব্যক্তির নাম রতন বয়স আনুমানিক ৫০ বছর। তিনি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের মনিহার কামরাঙ্গা গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম আব্দুল খালেক। প্রত্যক্ষদর্শির তথ্য অনুযায়ী, অতিরিক্ত গতিতে অটো রিকশা চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
ফলে অটো রিক্সাটি বাকিলা রেলক সিং এর সামনে হঠাৎ উল্টে যায়। তখন যাত্রী রতন অটো রিকশার নিচে চাপা পরেন।
তখন অটোতে যাত্রী হিসেবে ছিলেন।
তাঁর সঙ্গে ছিলেন ফজল ব্যাপারী।
তারা বাকিলা থেকে মনিহারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
দুর্ঘটনার সময় উল্টে যাওয়া অটো রিকশাটি সরাসরি রতনের শরীরের ওপর পড়ে।গুরুতর আহত হন আরো এক যাত্রী। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন।
স্বামীর মৃত্যুর খবর পেয়ে স্ত্রী হাসিনা বেগম হাসপাতালে ছুটে আসেন। সেখানে তাঁর আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে পরিবেশ। নিহত রতন স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন ।এই ঘটনায় চাঁদপুর মডেল থানা পুলিশ হাসপাতালে এসে মরদেহের সুরতহাল সম্পন্ন করে।