রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
খেলাধুলা যুব সমাজ কে মাদক ও দুর্নীতি থেকে দূরে রাখে //প্রফেসর ডা.সরকার মাহবুব আহমেদ শামীম চাঁদপুর শহর খেলাফত মজলিসের মজলিসে শুরা অধিবেশন সম্পন্ন চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্ত মতলব উত্তরে ধনাগোদা নদীতে গোসল করতে এসে এক শিশু নিখোঁজের ৬ ঘন্টাপর লাশ উদ্ধার বীরগঞ্জে জলবায়ু পরিবর্তন সচেতনতা বৃদ্ধিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আজ ১ আগস্ট প্রয়াত সাংবাদিক অজিত কুমার মুকুলের ৩৪ তম মৃত্যু বার্ষিকী  কচুয়ার আল বারাকা আইডিয়াল একাডেমী পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ  কচুয়ার মনপুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির  সহ-সভাপতি পদে মাসুম বিল্লাহ নির্বাচিত  চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেলসহ তিন চোর আটক চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। পদ্মা হাসপাতালকে  ২০ হাজার টাকা  জরিমানা।

বোচাগঞ্জে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ, ঝাড়ু মিছিল ও স্মারকলিপি পেশ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে
রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জে শিশিরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় চিহ্নিত হামলাকারীদের গ্রেপ্তারে বিলম্ব এবং হুকুমদাতা ফয়সাল মোস্তাকের নামে মামলা নিতে পুলিশের অস্বীকৃতির প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বোচাগঞ্জ থানার ওসি হাসান জাহিদের অপসারণের দাবি জানানো হয়।


সোমবার (১৬ জুন) সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চৌরাস্তায় সর্বস্তরের জনগণের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক, ছাত্র, যুব ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “শিশিরের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। অথচ ওসি হাসান জাহিদ হামলাকারীদের রক্ষা করতে হুকুমদাতা ফয়সাল মোস্তাকের নামে মামলা নিতে অস্বীকার করেছেন। এটি আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বহীনতা ও দুর্নীতির জ্বলন্ত প্রমাণ।”

তারা আরও বলেন, প্রশাসনের নির্লিপ্ততা এবং পুলিশের পক্ষপাতদুষ্ট আচরণে সাধারণ মানুষের নিরাপত্তা আজ চরমভাবে হুমকির মুখে পড়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধন শেষে একটি প্রতীকী ঝাড়ু মিছিল বের করা হয়, যা সেতাবগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোচাগঞ্জ থানার সামনে এসে শেষ হয়। পরে হামলায় আহত শিশিরের বাবা মোঃ আসাদুজ্জামান বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হাসানের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এতে হামলার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও ওসি হাসান জাহিদের অপসারণের দাবি জানানো হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফয়সাল মোস্তাক ও তার সহযোগীরা এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে। পুলিশের একাংশের মদদে তারা বেপরোয়া হয়ে উঠেছে।

এই ঘটনায় এখন পর্যন্ত প্রধান অভিযুক্তসহ বেশ কয়েকজন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com