রবিবার চাঁদপুর কোর্ট প্রাঙ্গণে মিজান ও তাঁর পরিবার দেওয়ানী মামলা দায়ের করেন। আইনি সহায়তা দেন জেলা যুবদলের সভাপতি ও আইনজীবী অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ। তিনি সম্পূর্ণ বিনা খরচে মিজানকে সহযোগিতা করেন। এ সময় পাশে ছিলেন আরও কয়েকজন আইনজীবী—অ্যাডঃ সাইফুল ইসলাম শাহীন, অ্যাডঃ দেলোয়ার হোসেন প্রধানীয়া ও অ্যাডঃ মিলটন।
মিজানের গল্পটা অনেকটা সংগ্রামের। চাঁদপুরের হাইমচর গন্ডামারা থেকে উঠে আসা এই মানুষটি বহু বছর আগে ঢাকায় চলে আসেন জীবিকার সন্ধানে। গত ৫ আগস্ট তিনি চালু করেন ছোট্ট হোটেল, নাম দেন “গরিবের বুফে।” লক্ষ্য ছিল রাস্তার গরিব-দুঃখী মানুষ যেন অল্প টাকায় পেটভরে খেতে পারে। খবরটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তিনি রাতারাতি ভাইরাল হয়ে যান।
কিন্তু জনপ্রিয়তার পাশাপাশি সামনে আসে পুরোনো সমস্যা নিজের জমিজমা হারানোর আশঙ্কা। তাই তিনি ফিরে আসেন জন্মভূমি চাঁদপুরে। এবার আশ্রয় নেন আইনের কাছে।
এই খবর শুনেই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ফোনে মিজানের সাথে কথা বলেন। তিনি খোঁজখবর নেন ও জানান মিজানের সম্পত্তি ফেরাতে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন। এমন আশ্বাস পেয়ে আনন্দে বুক ভরে ওঠে মিজানের ।
এদিকে চাঁদপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ জসিম মেহেদী আদালত প্রাঙ্গণে মিজানকে দেখে জড়িয়ে ধরেন। তিনি প্রতিশ্রুতি দেন, সর্বোচ্চ আইনি সহায়তা দেয়া হবে।
একজন দরিদ্র পরিবারের সন্তান, খেটে খাওয়া মানুষ ভাইরাল মিজান। আজ তাঁকে পাশে পেয়েছেন রাজনীতিক ও আইনজীবীরা। সচেতন মহল বলছে এভাবেই যদি সমাজের অসহায় মানুষের পাশে প্রভাবশালী ব্যক্তিরা দাঁড়ান, তাহলে অনেক জীবনের অন্ধকার ঘুচে যেতে পারে।