চাঁদপুর প্রতিনিধি।। ভোক্তা অধিকার সংরক্ষণ, জেলা তেল মনিটরিং, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত্র জেলা টাস্কফোর্স ও জেলা পণ্য বিপনন কমিটির মাসিক সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান শাহরিয়ার। এসময় তিনি বলেন, ফিলিং স্টেশন ব্যাতীত তেল বিক্রয় অবৈধ। রাস্তার পাশে অনুমোদনহীন তেল বিক্রয় করার দোকান থাকতে পারবে না। মানুষের লোভের মাত্রা বেড়ে গেছে, তাই সকলে বেশী মুনাফার আশায় গুদাম জাত করেন। সামনে রমজান মাস তাই নিত্য পন্যের মূল্য যাতে অতিরিক্ত না হয় সেদিকে সকলের খেয়াল রাখতে হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক সিরাজুল ইসলাম, ভোক্তার অধিকারের সহকারী পরিচালক নূর হোসেন, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক গোপাল সাহা, বাংলাদেশ হোটেল রেস্তোরা মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ আখন্দ, জেলা ক্যাবের দপ্তর সম্পাদক মোঃ বিপ্লব সরকার, সদস্য অভিজিত রায়।
এসময় উপস্থিত ছিলেন, কোর্ট ইন্সপেক্টর সঞ্জয় কুমার দাশ, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক আলমগীর হোসেন,
বাংলাদেশ হোটেল রেস্তোরা মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ নুরুল আলম লালু, যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান আখন্দ মাইনু, যমুনা অয়েল ক্ম্পোনির শেখ ফরিদ, পদ্মা অয়েল কোম্পানির সিরাজুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, ফিলিং স্টেশন ব্যাতীত তেল বিক্রয় অবৈধ। রাস্তার পাশে অনুমোদনহীন তেল বিক্রয় করার দোকান থাকতে পারবে না। বনফুল একটি ব্রেন্ড কিন্তু মীম বনফুল নামে একটি খাদ্যের দোকান চালানো হচ্ছে। এ প্রতিষ্ঠানটির পরিবেশ নোংরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হোটেলগুলোর অবস্থা অনেকটা পরিবর্তণ হয়েরছ। তারপরও আর সর্তক হতে হবে সকল ব্যবসায়িদেরকে। পালবাজারের কয়েকটি জিলাপির দোকানগুলোতে খাবার ঢেকে রাখা হয়না। তাদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা রয়েছে।