শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনস  সেক্রেটারীজ ফোরামের  এডহক কমিটির সহ সভাপতি নির্বাচিত নওগাঁয় মহিলাসহ ৪ ভুয়া পুলিশ আটক  চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ  সেনাবাহিনীর যৌথ  অভিযান। ৫টি প্রতিষ্ঠানকে ৪০,০০০/- টাকা জরিমানা। চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ  সেনাবাহিনীর যৌথ  অভিযান। ৮টি প্রতিষ্ঠানকে ৮০,০০০/- টাকা জরিমানা পরিচালকের নির্দেশে ওয়ার্ড বয় ফারুক শিশু কে কবরস্হানে রেখে আসে // ইউনাইটেড হাসপাতাল সিলগালা  চাঁদপুর শহরের মাঠসমূহ দখলমুক্ত ও খেলাধুলার উপযোগী করা দাবিতে সংবাদ সম্মেলন ২২ সেপ্টেম্বর চাঁদপুরে শুরু হচ্ছে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শ্রীশ্রী মহাপ্রভুর নীলাচল মন্দিরের পক্ষ থেকে এই প্রথম তর্পণের আয়োজন  চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে   ইয়াবা ব্যবসায় ধরা খেল ৬ জন বীরগঞ্জে এলজিইডি কর্তৃক দিনব্যাপী ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

মতলবে মহারাজ লঞ্চ ডুবির ২০ বছর -২০০৫ এর বয়াল ১৯ ফ্রেরুয়ারী // দু,শতাধিক যাত্রীর মধ্যে শতাধিক নিহত// কোন দান-অনুদান মেলেনি নিহত পরিবারের

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলবে ২০০৫ সালের বয়াল ১৯ ফ্রেরুয়ারী রাত ১১ টায় ঢাকার সদরঘাট থেকে দু, শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে আসা এমভি মহারাজ লঞ্চ ঢাকার -নারায়নগঞ্জের মধ্যেকার পাগলা নামক স্থানের বুড়ীঙ্গায় কাল বৈশাখী ঝড়ের কবলে পরে ডুবে যায়। এতে প্রায় শতাধিক নারী পুরুষ নিহত হয়।

নিহতদের মধ্যে রয়েছে শিশু, নারী, পুরুষ। এদের মধ্যে রয়েছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এ ঘটনায় শতাধিক যাত্রী সাতরিয়ে কিনারায় উঠে প্রানে বেচে যায়, শতাধিক যাত্রী নিহত হয়, পরদিন সকালে নিমজ্জিত লঞ্চ থেকে লাশ উদ্ধার করে যাদের পরিচয় মিলেছে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। যারা বেওয়ারিশ লাশ তাদের উদ্ধার করে মতলব দক্ষিণ থানা সংলগ্ন মাঠে সারিবদ্ধ করে রাখা হয়। পরে বেওয়ারিশ নিহতের লাশ ঢাকির গাওঁ রিয়াজুল জান্নাত কবরস্থানে দাফন করা হয়। নিহতরা হলেন নারায়নপুর ডিগ্রি কলেজের অধ্যাপক ও বিশিষ্ট ক্রীড়া সংঘঠক মোহাম্মদ আলী ও তার মেয়ে মতলব কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী শিলাত জাহান অর্থি,শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হাই মাষ্টার, আইসিডিডিআরবির ডাঃ মোঃ মাসুদ, দগরপুর গ্রামের প্রকৌশলী ফারুক দেওয়ান, লক্ষীপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ইয়াছিন মৃধা, ড্যাফোডিল ইউনিভার্সিটির কর্মকর্তা ফারুক দেওয়ান ও তার পরিবারবর্গ, দশপাড়া গ্রামের মফিজুল ইসলাম, বাইশপুর গ্রামের ছোট খোকন ও বড় খোকন, মতলব উত্তরের বারহাতিয়া গ্রামের ভাঙ্গারী শাহআলম, নিশ্চিন্ত পুর গ্রামের টিপু সুলতান, ঘাসিরচর গ্রামের আবু হানিফ, পাঠানচক গ্রামের ইয়াছিন আরাফাত ও বাদল হোসেন,মধ্যে নিশ্চিন্ত পুর গ্রামের টিপু মুন্সী, দূর্গাপুর গ্রামের সুমন মিয়া, সিপাই কান্দি গ্রামের গিয়াস উদ্দিন সিপাই ও তার ৫/৬ বছরের ছেলে, শাহআলম বেপারীর ছেলে, এনায়েতনগর গ্রামের এক পরিবার সহ অসংখ্য লোকের দাফন সম্পন্ন করা হয়। ঐ লঞ্চ ডুবিতে ভোলা বরিশাল, শরিয়তপুর সহ বিভিন্ন অঞ্চলের যাত্রী ছিলেন। নিহত পরিবারের আজও কান্না থামেনী। নিহতদের অনেক পরিবার বলছেন, এ পর্যন্ত কোন দান অনুদান মিলেনী তাদের পরিবারের। এদের দিকে দৃষ্টি দেয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com