গোলাম নবী খোকনঃ গ্রাম আদালত কি ভাবে গ্রামের জনগনকে সহায়তা করতে পারে। গ্রাম আদালত হলো স্থানীয় পর্যায়ে বিরোধ বা বিবাদ নিষ্পতির ব্যবস্থা যা ন্যায্য বিচার লাভে সহায়তা করে। গ্রাম আদালতে সবাই অল্প সময়ে, স্বল্প খরচে এবং অতি সহজে পতিকার পায়।
গ্রাম আদালতে আবেন পত্র দাখিলের ফিস ছাড়া অন্য কোনো খরচ নাই, গ্রাম আদালত উচ্চতর আদালতের মামলার জট কমাতে সাহায্য করে। উপরোক্ত কথাগুলো বলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। তিনি আরও বলেন, গ্রাম আদালত কোন বিরোধ গুলো নিষ্পত্তি করতে পারে না সে বিষয়ে আলোকপাত করেন। যে সকল বিচারিক কার্যক্রম চলবে সেগুলো গ্রাম আদালতের মাধ্যমে ইউনিয়ন পরিষদে করতে হবে। গ্রামে কোন শালিস করা যাবেনা। গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী স্থানীয় ভাবে কতিপয় ফৌজদারি ও দেওয়ানী বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়। গ্রাম আদালতে বিচারিক কার্যক্রম নিষ্পত্তিতে ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ প্রথম ও দ্বিতীয় ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ। উপজেলার ৮ টি ইউনিয়নে গ্রাম আদালত সেবা কার্যক্রম নিষ্ক্রিয়। দূর্গাপুর ও কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোন মিটিং এ উপস্থিত থাকেন না বলে জানান ইউএনও মাহমুদা কুলসুম মনি। গত ০৯ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা হলরুমে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয় করন উপজেলা পর্যায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার রহমতুল্লাহ, গ্রাম আদালত জেলা সমন্বয়কারী মমতাজ বেগম, মতলব উত্তর উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী আব্দুল মালেক, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুক হোসেন, উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহানউদ্দিন ডালিম, গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম নবী খোকন প্রমূখ। অনুষ্ঠানে সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।