গোলাম নবী খোকনঃ গত ১৬ নভেম্বর সকাল থেকেই মতলব উত্তরে কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে আবার কোন কোন জায়গায় বৃষ্টি ছিল না। দিনের বেলায় আকাশ ঝাপসা ছিল, দিনের বেলা সব কটি এলাকায় কুয়াশায় ঢাকা ছিল, কোন কোন জায়গায় কম আবার কোন কোন জায়গায় বেশী। দিন গিয়ে রাত যখন গভীর হয় আস্তে আস্তে ঘূর্ণিঝড় মিধিলি প্রভাব বারতে থাকে। গত রাতের শেষের ভাগে বারতে থাকে বৃষ্টি আর বাতাস। কোনটাই কম নয়। এ সময় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। ঐ থেকে শুরু করে ১৭ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত সারা মতলব উত্তর উপজেলায় বিদ্যুৎবিহীন এর খবর পাওয়া যায়। যেমন মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জুয়েল জানান হাসপাতালে গত ভোর থেকে বিদ্যুৎ বন্ধ, মতলব উত্তর থানার এসআই মিজান জানান একই খবর, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান জানান, উপজেলা কমপ্লেক্সের কোন খানেই বিদ্যুৎ না থাকার কথা জানান। খবর নিয়ে জানা যায় পুরো উপজেলায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বিদ্যুৎ বন্ধ ছিল। এ দিকে বিদ্যুৎ বন্ধ, গত ১৭ নভেম্বর ভোর থেকে যেমন বাতাস তেমন বৃষ্টি। পর দিন শেষ বিকালে আসর এর পর তেকে বৃষ্টি ছাড়াই শুধু ভারী বাতাস বইছে, মনে হয়েছে তুফান শুশু হয়েছে। এ দিকে ধনাগোদা নদীর পানি সামান্য বৃদ্ধি পেয়েছে। এ
অপর দিকে ফসলের মাঠে ক্ষতির সম্ভাবণা হওয়ার কথা জানান কৃষক। নভেম্বর মাস, এ সময় টা কৃষকের ফসলের জন্য খুবই উপযুক্ত সময় আবার এ নভেম্বর মাস ঘূর্নিঝড়ের সময়। এ নভেম্বর মাসে প্রতি বছরই ঘূর্নিঝড়ের থাবায় ফসল, ঘর বাড়ি, তরুলতা গাছপালার ক্ষতি সাধন হয়। এ সময় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বেড়ীবাঁধের ভিতর ভরপুর পাকা ধান। মাত্র কৃষক কৃষাণী কাস্তে হাতে নিয়েছে, আবার কেহ কেহ অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ধান কাটা শুরু করেছে। কথায় আছেনা মরার উপর খড়ার গাঁ, এ সময় টা আমন মৌসুম, এ ছাড়া শীতকালীন শাক সবজির মৌসুম। সরজমিনে দেখা যায় বেড়ীবাঁধের ভিতর ও বাহির উচু জমি গুলোতে কৃষক কৃষাণী যে ভাবে শীত কালীন সব্জি চাষে ঝুঁকছে, পর্যাপ্ত খাবারের জন্য শাক সবজির চাষাবাদ হয় মতলব উত্তরে। দেখা গেছে এ ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে কাচা পাকা ধান ও শাক সবজি , সরিষা, আলু,মরিচ এ গুলোর ক্ষতির সম্ভাবনা হওয়ার আশঙ্কা করা গেছে। তবে শাক সবজির ক্ষতির সম্বাবনা বেশী যেটা কৃষকের কাছ থেকে জানা যায়। দেখা গেছে মতলব উত্তরে লাল শাক চাষী বেশী, শাক চাষে লাভবান কৃষক। এ ঘূর্ণিঝড়ে শাকের বাজারে ধস। যে খানে শাক চাষীরা এক মুটি শাক বিক্রি করতো ১০টাকা ১৫ টাকা, আজকের বাজারে ৩ মুটি ১০ টাকা। তবে এ ঝড় বৃষ্টির কারনে কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা গেছে। ধানক্ষেতে জমবে পানি, ধান কাটতে মজুরী লাগবে বেশী, খড় শুকাতে হবে অনেক ভোগান্তি, ধান কাটতে শ্রমিক লাগবে বেশী, জালানী ও গোখাদ্যর প্রভাব পরবে। চলবে,,,