সুমন আহমেদ :
চাঁদপুরের মতলব উত্তরে ১০ তলা ভবন নির্মাণ কাজ শুরু করা হয়েছে।শুক্রবার ১লা জুলাই উপজেলার ছেংগারচর বাজারে পবিত্র কোরআন তেলোয়াত ও মুনাজাতের মধ্যে দিয়ে নির্মাণের কাজ শুরু হয়েছে।
জমজম টাওয়ারের কর্তৃপক্ষ জানান, মতলব উত্তর উপজেলায় এটি হবে সর্ববৃহত ভবন। এই ভবন টির কাজ সম্পন্ন হলে বানিজ্যিক কার্যক্রম শুরু হবে। নিত্য প্রয়োজনীয় সকল পন্য পাওয়া যাবে এখানে। এছাড়াও ব্যাংক, বীমাসহ অন্যান্য অফিসের জন্যও ভাড়া দেওয়া হবে। তারা আরো জানান,ক্রেতাদের কথা চিন্তা করে তারা এ উদ্যোগ নিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, কলাকান্দা ইউপির চেয়ারম্যান সোবহান সরকার সুভা,জমজম টাওয়ার পরিচালক বিশিষ্ট ব্যাবসায়ী
ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম,সাইদুর রহমান শিবলু,জুয়েল আহাম্মেদ, বাতেন মাস্টার। এছাড়াও ছেংগারচর বাজারে ব্যবসায়ী কাউছার আহমেদ সরকার,জহির হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।