বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে  দু মাদকসেবীর কারাদন্ড  মতলব উত্তরে দায়সারা আয়োজনে জাতীয় ফল মেলা চাঁদপুরে পারিবারিক কলহের কারণে এক সন্তানের জননীর আ ত্ম হ ত্যা  চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ৪টি প্রতিষ্ঠানকে ৪২,০০০/- টাকা জরিমানা। চাঁদপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী যৌথ বাহিনী কর্তৃক হাজীগঞ্জ উপজেলা হতে বিদেশি মদ উদ্ধার চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ২টি প্রতিষ্ঠানকে ৫৩,০০০/- টাকা জরিমানা। মতলব উত্তরে যৌথ বাহিনী কর্তৃক ০২ মাদক সেবী আটক স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়কালে পরিকল্পিত উন্নয়নের জন্য অর্থনৈতিক জোন খুবই গুরুত্বপূর্ণ —-চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক মাদক ব্যবসায়ী আটক

মতলব উত্তরে দায়সারা আয়োজনে জাতীয় ফল মেলা

  • আপডেটের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টরঃ

“দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এই শ্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় ফল মেলা ২০২৫ অনুষ্ঠিত হলেও, পুরো আয়োজনটি ছিল সম্পূর্ণ দায়সারা ও লোকদেখানো।


উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে বুধবার (৯ জুলাই) আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী ও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

তবে মেলাটির মূল উদ্দেশ্য—কৃষকদের সম্পৃক্ত করা ও দেশীয় ফলের চাষে আগ্রহ তৈরি তা ছিল সম্পূর্ণ অনুপস্থিত। বাস্তবে কোনো কৃষকই উপস্থিত ছিলেন না, এমনকি প্রদর্শনীও ছিল মাত্র একটি ছোট স্টল নিয়ে।

বাস্তবতা আর বক্তব্যে আকাশ-পাতাল ফারাক অথচ উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী দাবি করেন, ১৫ থেকে ২০ জন কৃষক উপস্থিত ছিলেন।
কিন্তু ঘুরে দেখা গেছে, উপস্থিত ছিলেন শুধু অফিসের স্টাফ ও কিছু আমন্ত্রিত অতিথি। কৃষকদের দেখা মেলেনি, আর যারা এসেছেন—তাদের অনেকেই ফল চাষের সঙ্গে সম্পৃক্ত নন।

উপজেলার মতো জনবহুল এলাকায় এমন দায়সারা আয়োজনে প্রশ্ন উঠেছে—এটি কি শুধুই কাগজে প্রোগ্রাম পূরণ?
স্থানীয় কৃষকদের অভিযোগ, এমন আয়োজনের বিষয়ে আগে থেকে কোনো প্রচার হয়নি, আমন্ত্রণ জানানো হয়নি কৃষক প্রতিনিধিদের, এমনকি ফল চাষের বিষয়ে কোনো কার্যকরী আলোচনা বা প্রদর্শনীও ছিল না।

স্থানীয় এক কৃষক আব্দুর রহমান জানান, ফল মেলার কথা আমরা জানি না। মেলা হবে, না মিটিং হবে—তা বুঝতে না পেরে কেউই যাইনি। দেখলাম পরে ছবি ফেসবুকে!

এ রকম অব্যবস্থাপনার ফলে জাতীয় ফল মেলার মূল উদ্দেশ্যটাই প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। অনেকে বলছেন, শুধু ব্যানার লাগিয়ে ছবি তোলাই যদি মেলার উদ্দেশ্য হয়, তাহলে এটি কৃষি সম্প্রসারণের বদলে লোকদেখানো কর্মকাণ্ডে পরিণত হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com