গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের গোলাপ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে এক অর্ধ বয়স্ক ব্যাক্তির লাশ উদ্ধার করছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ১০ জুলাই ২০২৫ বৃহস্পতিবার দিবাগত রাত যে কোন সময়ে কে-বা কারা লোকটিকে মেরে পুকুরের পানিতে ফেলে দেয়। ১১ জুলাই সকাল ১১ টায় স্থানীয় লোকজন থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে থানা পুলিশ লাশ উদ্ধার করে। লাশের পরিচয় পরিচয় মিললেও এর কোন ক্লু পাননি পুলিশ। পুলিশ সাংবাদিকদের জানান, নিহতের বাড়ি নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গন্ধব্যপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (৫৫)। নিহতের শশুর বাড়ি মতলব উত্তর উপজেলার পুটিয়ারপার বলে জানান। ওসি রবিউল হক বলেন, ঘটনার খবর পেয়ে এসআই জাফর সহ অন্যান্য ফোর্স ঘটনাস্থলে পাঠান, কে-বা কারা এ ঘটনা ঘটিয়েছে কোন তথ্য উদঘাটন করা সম্ভব হয়নি তবে চেষ্টা চলছে রহস্য উদঘাটন করার, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করার প্রস্তুতি চলছে। এ লিখা পর্যন্ত আর কিছু জানা যায়নি।