বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডাস্টবিন বিতরণ বীরগঞ্জে ক্ষুদে বৈজ্ঞানিক কে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা, স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। ফেসবুক স্ট্যাটাসের পর জেরিনের আত্মহত্যা //  স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক  বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন. বিদেশি কর্মকর্তাদের আচরণে ক্ষুব্ধ শ্রমিকরা, গিল্ডেন গ্রুপে উত্তেজনা চরমে চাঁদপুর জেলা প্রশাসকের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ পরিদর্শন,,, নারী ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে,,,,,,,,, ,,,,,,,, জেলা প্রশাসক মুহাম্মদ মহসীন উদ্দিন,, বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দেবরের দা’য়ের আঘাতে ভাবি গুরুতর আহত! পুলিশের হাতে আলম গ্রেপ্তার  চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে,,,,, ওয়ার্ড ছাড়িয়ে বারান্দা চলছে চিকিৎসাসেবা প্রেমের বিয়ে, মায়ের মামলায় নয় মাসের অন্তঃসত্তা তানহা ও তার স্বামী আটক 

মতলব উত্তরে প্রবাসীর ঘরে সিঁধ কেটে দুর্ধর্ষ চুরি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে

গোলাম নবী খোকনঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রবাসীর ঘরে সিঁধ কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত অনুমান ১২টা ৩০ মিনিটের সময় ছেংগারচর পৌরসভার দুলালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সিঙ্গাপুর প্রবাসী রোকনুজ্জামানের বসতঘরে ওই রাতে অজ্ঞাতনামা চোরেরা সিঁধ কেটে প্রবেশ করে। এসময় তারা প্রবাসী রোকনুজ্জামানের স্ত্রী রেশমা বেগমকে দেশীয় অস্ত্রের মুখে ভয় দেখায়। পরবর্তীতে রেশমা বেগম বাধ্য হয়ে আলমারির ভেতর থেকে ০৮ আনা ওজনের স্বর্ণের কানের দুল, ০৯ আনা ওজনের স্বর্ণের চেইন, নগদ ৩০ হাজার টাকা, রেশমার কানে থাকা ০৬ আনা ওজনের দুল, একটি অপ্পো কোম্পানির মোবাইল ফোন, দুটি কালো টর্চলাইটসহ প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার মালামাল তুলে দেয়।
একই রাতে পাশের বাড়ির রাজমিস্ত্রি ইব্রাহিম ঢালীর ঘরেও সিঁধ কাটার চেষ্টা করে চোরেরা। তবে পরিবারের সদস্যরা সজাগ হয়ে গেলে তারা পালিয়ে যায়।
স্থানীয় সুমন, খবির হোসেনসহ বেশ কয়েকজন জানান, খবর পেয়ে এসে দেখি চোরেরা সিঁধ কেটে ঘরে ঢুকে স্বর্ণালংকার, টাকা-পয়সা ও মোবাইল নিয়ে গেছে।
এ বিষয়ে রেশমা বেগম জানান, রাত আনুমানিক ১২টার পর ঘরে প্রবেশ করে ২ জন চোর। তারা গলায় ছুরি ঠেকিয়ে ভয় দেখালে আমি বাধ্য হয়ে আলমারি খুলে টাকা-পয়সা ও স্বর্ণালংকার দিয়ে দেই। এ বিষয়ে আমরা মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ করব।
ভুক্তভোগীর মা রোকেয়া বেগম (৬০) বলেন, আমার পুত্রবধূ চিৎকার দিলে উঠে দেখি ঘরে চোরেরা ঢুকে পড়েছে। পরে আমরা সবাই ভয়ে অসহায় হয়ে পড়ি।
এদিকে প্রবাসী রোকনুজ্জামান মোবাইল ফোনে বলেন, আমি বিদেশে থাকি, আর দেশে আমার পরিবার এভাবে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
খবর পেয়ে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান-৩ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনাটি খুবই দুঃসাহসিক। আমরা প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছি। আশাকরি দ্রুতই অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, চুরির ঘটনার খবর পেয়েই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com